যোগান বিধি (Law Of Supply)
সাধারণত একটি নির্দিষ্ট সময়ে অন্যান্য অবস্থা অপরিবর্তিত অবস্থায় থাকলে দ্রব্যের দাম কমলে যোগান কমে এবং দাম বাড়লে যোগান বাড়ে। দাম এবং যোগানের এই সম্পর্ককেই যোগান বিধি বা Law of Supply বলে। দামের সঙ্গে যোগানের যে আপেক্ষিক বা ক্রিয়াগত সম্পর্ক বিদ্যমান তাকেই যোগান বিধি বলে।
আমরা জানি দ্রব্যের মূল্য বৃদ্ধি পেলে যোগান বাড়ে, মূল্য আর যোগানের এই সম্পর্ককেই যোগান বিধি বলে। যোগান বিধি আসলে ব্যবসায়ী বান্ধব একটি অর্থনৈতিক পদ্ধতি। যেমন ধরুন বাজারে এখন ঠান্ডা পানীয় এর চাহিদা ব্যাপক, যার ফলে ক্রমান্বয়ে এর মূল্য বৃদ্ধি পাচ্ছে। যেহেতু মানুষের কাছে এই পণ্যটির চাহিদা অনেক এবং মূল্য বৃদ্ধির পরও সেলস কমছে না, তখনই উৎপাদনকারী কোম্পানি এবং ব্যবসায়ীরা এর যোগান বৃদ্ধি করে দেয়। কারণ মূল্য বৃদ্ধি পাবার কারণে যোগান বৃদ্ধি করলে তাদের লাভ পূর্বের তুলনায় অনেক বেশি হবে। ১ লিটার কোমল পানীয় এর মূল্য যদি ৬০ টাকা হয় তাহলে উৎপাদনকারী ব্যবসায়ীরা যদি ১০০০ একক বিক্রি করে, সকল অবস্থা অপরিবর্তিত থেকে সেই একই ১ লিটার কোমল পানীয়-এর মূল্য ৭০ টাকা হলে তারা ১৫০০ একক বিক্রি করবে। কারণ এর মাধ্যমে ব্যবসায়ীরা অধিক আয় করতে পারবে।
যোগান বিধি অনুসারে যে পণ্যের চাহিদা কম সেই পণ্যের দাম কম এবং সেই পণ্যের যোগানও কম। কারণ কম চাহিদা সম্পন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পায় না এবং লাভ বেশি করা যাবে না বলে সেসব পণ্যের যোগানও বাড়ানোর হয় না।
অধ্যাপক আলফ্রেড মার্শাল যোগান বিধির প্রবক্তা।
দাম ও যোগানের মধ্যে প্রত্যক্ষ বা সরাসরি বা ধনাত্মক সম্পর্ক বিদ্যমান।