তারল্য (Liquidity)
তারল্য বা লিক্যুইডিটি বলতে বোঝায় যে, কোনো সম্পদ কতো দ্রুত ও সহজে নগদ অর্থে রুপান্তরিত করা যায়, তাও আবার কোনো ধরণের মূল্যহ্রাস ছাড়াই। তাই নগদ অর্থের তারল্য সবচেয়ে বেশি হিসেবে ধরা হয়। অপরদিকে, ভূমি বা যন্ত্রপাতির মতো দীর্ঘমেয়াদি সম্পদের তারল্য সবচেয়ে কম বলে মনে করা হয়। কারণ, এগুলো খুব সহজে বিক্রয় করে নগদ অর্থে রুপান্তর করা যায় না।
কোনো ব্যবসায়ের তারল্য বেশি থাকলে ধরে নেয়া হয় যে, সেই ব্যবসায় স্বল্পমেয়াদী দায়, যেমন - বিল পরিশোধ বা জরুরি পরিস্থিতি সামাল দেয়া ইত্যাদি বিষয় সহজে মোকাবিলা করতে পারে। তাই যেকোনো ব্যবসায়ের জন্যই তারল্য অনেক গুরুত্বপূর্ণ একটি ফ্যাক্টর। তারল্যের যথাযথ ব্যবহারের মাধ্যমেই একটি যথাযথ আর্থিক পোর্টফোলিও তৈরি করা সম্ভব।
কোনো প্রতিষ্ঠানের তারল্য পরিমাপ করার জন্য সবচেয়ে বহুল ব্যবহৃত উপায়গুলোর মাঝে অন্যতম হচ্ছে, কারেন্ট রেশিও ও কুইক রেশিও পরিমাপ করা। যেখানে,
কারেন্ট রেশিও = মোট চলতি সম্পদ / মোট চলতি দায়
কুইক রেশিও = (মোট চলতি সম্পদ - মজুদ পণ্য) / মোট চলতি দায়