লিকুইডিটি রেশিও (Liquidity Ratio)
Last edited: December 19, 2024
লিকুইডিটি রেশিও বা তারল্য অনুপাত কোনো কোম্পানির স্বল্পমেয়াদী আর্থিক দায়সমূহ পরিশোধ করার সক্ষমতা পরিমাপ করে। এর সাধারণ উদাহরণ হলো কারেন্ট রেশিও এবং কুইক রেশিও। কারেন্ট রেশিও হিসাব করা হয় চলতি সম্পদকে চলতি দায় দিয়ে ভাগ করে, আর কুইক রেশিওতে চলতি সম্পদ থেকে মজুদ পণ্য বাদ দিয়ে হিসাব করা হয়।
উদাহরণস্বরূপ, যদি কোনো কোম্পানির চলতি সম্পদ ১০,০০০ টাকা হয় এবং চলতি দায় ৫০০০ টাকা হয়, তাহলে তার কারেন্ট রেশিও হবে ২, অর্থাৎ কোম্পানির প্রতিটি ১ টাকা মূল্যের দায়ের বিপরীতে ২ টাকা সম্পদ রয়েছে। লিক্যুইডিটি রেশিও ভালো হলে বুঝতে হবে যে কোম্পানির আর্থিক স্বাস্থ্য ঠিক রয়েছে। তবে অনেক বেশি লিক্যুইডিটি রেশিও হলে বুঝতে হবে যে প্রতিষ্ঠানের রিসোর্সের যথাযথ ব্যবস্থাপনা করা হচ্ছে না। অন্যদিকে, কম রেশিও আর্থিক সংকট বা দায় পরিশোধের অক্ষমতার ইঙ্গিত দেয়। বিনিয়োগকারী ও ঋণদাতারা কোম্পানির স্থায়িত্ব ও স্বল্পমেয়াদী আর্থিক স্বাস্থ্য যাচাই করার জন্য লিকুইডিটি রেশিও ব্যবহার করেন।