দীর্ঘমেয়াদী ঋণ (Long-term Debt)
যেসব ঋণ বা দায় পরিশোধ করতে কোনো প্রতিষ্ঠানের ন্যুনতম এক বছর বা তার বেশি সময় প্রয়োজন হয়, সেগুলোকে দীর্ঘমেয়াদী ঋণ বলা হয়। দীর্ঘমেয়াদী ঋণের উল্লেখযোগ্য উদাহরণ হচ্ছে - বন্ড, বন্ধকী ঋণ, ব্যাংক লোন ইত্যাদি। যেকোনো ব্যবসায় সাধারণত দীর্ঘমেয়াদী ঋণ ব্যবহার করে দীর্ঘমেয়াদী বিনিয়োগের কাজে, যেমন - ব্যবসায় সম্প্রসারণ, অবকাঠামো নির্মাণ, আধুনিক যন্ত্রপাতি ক্রয় ইত্যাদি।
ব্যবসায়ে নতুন কোনো বিনিয়োগ না করেই, দীর্ঘমেয়াদী ঋণের মাধ্যমে ব্যবসায়ে প্রচুর অর্থ নিয়ে আসা যায়, তবে এর পাশাপাশি নিয়মিত সুদ প্রদান ও আসল অর্থ ফেরত দেয়ার দায়বদ্ধতা’ও তৈরি হয়। তাই এই ধরণের ঋণের যথাযথ ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। নইলে যেকোনো ব্যবসায় মারাত্মক ধরণের আর্থিক ঝুকিঁর সম্মুখীন হতে পারে।
আর্থিক বিবরণীতে এই ঋণগুলো যথাযথভাবে দেখানো বাধ্যতামূলক। কারণ বিনিয়োগকারীরা কোনো ব্যবসায়ে বিনিয়োগ করবেন কি না, তা অনেক ক্ষেত্রেই নির্ভর করে যে আসলে উক্ত ব্যবসায়ের দীর্ঘমেয়াদী ঋণের অবস্থা কি, তার উপর।