সামষ্টিক অর্থনীতি (Macro Economics)
সামষ্টিক অর্থনীতি হচ্ছে অর্থনীতির একটি শাখা, যা সমগ্র অর্থনীতি নিয়ে পর্যালোচনা করে। বিনিয়োগ, মূদ্রস্ফীতি, বেকারত্ব, মোট যোগান, মোট চাহিদাসহ বড় বড় অর্থনৈতিক বিষয় নিয়ে কাজ করে।
যেমন ধরুন কোন একজন ব্যবসায়ী যদি তার এই অর্থ বছরে কি পরিমাণে পণ্য উৎপাদিত হয়েছে, তা থেকে কি পরিমাণ বিক্রি হয়েছে এবং লভ্যাংশের পরিমাণ কত ইত্যাদি হিসেব নিকেশ করে বা ভুল-ত্রুটি উদঘাটনের জন্য যদি বিচার বিশ্লেষণ করে, তাহলে সেটা কিন্তু সামষ্টিক অর্থনীতির অন্তর্ভুক্ত হবে না। বরং পুরো দেশে এক অর্থ বছরে কি পরিমাণ দেশীয় পণ্য উৎপাদিত হয়েছে এবং সেখান থেকে কি পরিমাণ সরকারের আয় হয়েছে তা বিচার বিশ্লেষণ করলে তখন সেটা সামষ্টিক অর্থনীতির আওতায় আসবে।
সামষ্টিক অর্থনীতি বা Macro Economics কথাটি ১৯৩৩ সালে ওসলো ( Oslo ) বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক Rangner Frisch সর্বপ্রথম ব্যবহার করেন। Macro শব্দটি গ্রিক Makros শব্দ থেকে এসেছে, যার শব্দগত অর্থ বৃহৎ বা বিশাল।