মুদারাবা (Mudarabah)
Last edited: January 11, 2025
মুদারাবা একটি শরিয়াহ-সম্মত অর্থনৈতিক চুক্তি, যেখানে একটি পক্ষ (সাধারণত বিনিয়োগকারী বা রাব-উল-মাল) মূলধন সরবরাহ করে এবং অপর পক্ষ (উদ্যোক্তা বা মুদারিব) সেই মূলধন ব্যবহার করে ব্যবসা পরিচালনা করে। লাভ হলে তা দুই পক্ষের মধ্যে পূর্বনির্ধারিত অনুপাতে ভাগ করা হয়, কিন্তু ক্ষতি হলে বিনিয়োগকারীই সেই ক্ষতির ভার বহন করেন, উদ্যোক্তা তার পরিশ্রম হারান।
মুদারাবা চুক্তি ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় বহুল ব্যবহৃত হয়, যেখানে ব্যাংক বিনিয়োগকারী হিসেবে কাজ করে এবং উদ্যোক্তা বা ব্যবসা প্রতিষ্ঠান সেই তহবিল ব্যবহার করে প্রকল্প পরিচালনা করে। উদাহরণস্বরূপ, একটি স্টার্টআপ যদি পুঁজি চায়, তবে ইসলামি ব্যাংক মুদারাবা চুক্তির মাধ্যমে সেই স্টার্টআপে বিনিয়োগ করতে পারে।
এই চুক্তির মাধ্যমে সুদমুক্ত বিনিয়োগের পথ তৈরি হয় এবং দুই পক্ষের মধ্যে আস্থা ও ন্যায্যতার ভিত্তিতে ব্যবসা পরিচালিত হয়। মুদারাবা চুক্তি বিনিয়োগ ও ব্যবসার মধ্যে একটি ভারসাম্য তৈরি করে, যেখানে ঝুঁকি ও লাভ উভয়ই ন্যায়সঙ্গতভাবে ভাগ হয়।