নন-পারফর্মিং অ্যাসেট Non-Performing Assets (NPA)
Last edited: December 19, 2024
নন-পারফর্মিং অ্যাসেট বা অনাদায়ী সম্পদ বলতে এমন লোনকে বোঝানো হয়, যেখানে ঋণগ্রহীতা নির্দিষ্ট সময় ধরে ঋণের আসল অর্থ বা সুদ পরিশোধে ব্যর্থ হোন। সাধারণত ৯০ দিন বা তার বেশি সময় অতিক্রম করলে তাকে NPA তালিকাভুক্ত করা হয়। যখন কোনো লোন NPA হিসেবে তালিকাভুক্ত হয়ে যায়, তখন বোঝা যায় যে ঋণগ্রহীতা আর ঋণের অর্থ পরিশোধ করতে পারবেন না। এতে করে ঋণপ্রদানকারীকে ক্ষতির শিকার হতে হয়।
উদাহরণস্বরুপ, একটি কোম্পানি নতুন মেশিন ক্রয় করার জন্য ব্যাংক হতে লোন গ্রহণ করলো। কিন্তু উক্ত মেশিনের মাধ্যমে লোনের অর্থ পরিশোধ করার জন্য যথেষ্ট আয় অর্জন করতে ব্যর্থ হলো। এতে করে উক্ত লোন ব্যাংকের জন্য NPA হয়ে যাবে। বিশেষ করে ব্যাংকিং প্রতিষ্ঠানগুলোর জন্য NPA খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কারণ তাদের মোট লোনের বেশিরভাগ বা উল্লেখযোগ্য অংশ NPA হয়ে গেলে তারা বিপর্যয়ের মুখে পরতে পারে।
NPA'র পরিমাণ নিয়ন্ত্রণ করতে ঋণপ্রদানকারীরা অনেক নিয়ম-কানুন আরোপ করে, লোনের স্ট্রাকচার পরিবর্তন করে অথবা আইনের সহায়তা গ্রহণ করে। শুধু ইন্ডিভিজুয়াল প্রতিষ্ঠানের জন্যই নয়, বরং পুরো অর্থনীতিতে NPA'র পরিমাণ বেড়ে গেলে অর্থনীতি বিপর্যয়ের সম্মুখীন হতে পারে।