অপরচুনিটি কস্ট (Opportunity Cost)
অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় বলতে একাধিক অপশনের মধ্য হতে যেকোনো একটি অপশন বাছাই করে নিলে যে অন্য অপশনগুলো বাদ দিতে হয়, তাকে বোঝায়। অর্থনীতি ও ফাইন্যান্সে এটি অন্যতম গুরুত্বপূর্ণ ও সুপরিচিত একটি কনসেপ্ট।
উদাহরণস্বরুপ, আপনি যদি ১০,০০০ টাকা ৫% সুদের হারে বন্ডে বিনিয়োগ না করে, শেয়ার মার্কেটে কোনো কোম্পানিতে বিনিয়োগ করেন, তবে এই ক্ষেত্রে আপনাকে বন্ডে বিনিয়োগের সুযোগ হারাতে হচ্ছে। একইভাবে, আপনার কোম্পানিতে যদি একটিমাত্র পণ্য উৎপাদন করার রিসোর্স থাকে এবং অপশন থাকে দুটো, তাহলে যেকোনো একটি পণ্য উৎপাদন করলে আপনাকে অন্যটি উৎপাদন করার সুযোগ হারাতে হচ্ছে। অর্থনীতি ও ফাইন্যান্সের ভাষায় একেই সুযোগ ব্যয় বলা হয়।
সুযোগ ব্যয়-এর কনসেপ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণে অনেক সাহায্য করে। কারণ এতে করে তারা একাধিক অপশনের সুবিধা পাশাপাশি রেখে তুলনা করে দেখতে পারে যে, যেকোনো একটি বাছাই করে নিলে তারা কি কি সুবিধা হারাচ্ছে। সুযোগ ব্যয়-এর মাধ্যমে কোনো বাস্তবিক অর্থ খরচ না হলেও, এই কনসেপ্ট আমাদের মনে করায় যে প্রতিটি সিদ্ধান্তের অন্তত কিছু না কিছু অদৃশ্য ব্যয় রয়েছে।