অপশনস ট্রেডিং (Options Trading)
Last edited: December 19, 2024
অপশনস ট্রেডিং বলতে বিভিন্ন ধরণের অপশনস কন্ট্র্যাক্ট ক্রয়-বিক্রয় করাকে বোঝায়। অপশনস হচ্ছে এমন একটি কন্ট্র্যাক্ট যার মাধ্যমে ক্রেতা নির্দিষ্ট কোনো সম্পদ ভবিষ্যতের নির্দিষ্ট কোনো সময়ে নির্দিষ্ট মূল্যে ক্রয় করার অধিকার অর্জন করেন। তার ক্রয় করার অধিকার থাকলেও, তিনি ক্রয় করতে বাধ্য নন। আমরা সাধারণত দুই ধরণের অপশনস ট্রেডিং দেখতে পাই, যথা - কল অপশনস (ক্রয়) ও পুট অপশন (বিক্রয়)।
উদাহরণস্বরুপ, কোনো বিনিয়োগকারী এমন একটি কল অপশনস ক্রয় করতে পারেন, যেখানে নির্দিষ্ট সময় পর তিনি নির্দিষ্ট পরিমাণ শেয়ার ৫০ টাকা প্রতি শেয়ার মূল্যে ক্রয় করবেন। এর মাঝে যদি উক্ত শেয়ারের দাম ৫০ টাকার বেশি হয়ে যায়, তাহলে বিনিয়োগকারী লাভবান হবেন।
মূলত স্পেকুলেশন, হেজিং ও ঝুকিঁ ব্যবস্থাপনার কাজে অপশনস ব্যবহার করা হয়। অপশনসের সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে অধিক মুনাফা অর্জন করা সম্ভব হলেও, এতে করে অনেক বেশি পরিমাণ ঝুকিঁ’ও বহন করতে হয়।