প্যাসিভ ইনভেস্টিং (Passive Investing)
Last edited: December 19, 2024
প্যাসিভ ইনভেস্টিং বা পরোক্ষ বিনিয়োগ বলতে একটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ স্ট্র্যাটেজিকে বোঝানো হয় যেখানে, বিনিয়োগকারীরা কোনো নির্দিষ্ট মার্কেট ইনডেক্স, যেমন - S&P 500 অথবা FTSE 100 এর অনুকরণ করার চেষ্টা করেন। অর্থাৎ, সরাসরিভাবে কোনো স্টক ক্রয়-বিক্রয় না করে তারা পরোক্ষভাবে ইনডেক্স ফান্ড বা ইটিএফ’র মাধ্যমে বিনিয়োগ করে থাকেন। তাই পরোক্ষভাবে বিনিয়োগ করলেও রিটার্ন অনেকটা ইনডেক্স ফান্ডের সমানই পাওয়া যায়।
এই স্ট্র্যাটেজির মাধ্যমে ট্রেডিং-এর খরচ অনেক কমে যায়, ম্যানেজমেন্ট ফি কম প্রয়োজন হয় এবং ঝুকিঁ’ও অনেকটা কমিয়ে আনা সম্ভব হয়। তুলনামূলক নিরাপদ ও ঝুকিঁমুক্ত হওয়ায় অনেক বিনিয়োগকারীরা এই স্ট্র্যাটেজি ফলো করে স্টক মার্কেটে যাত্রা শুরু করেন। তাই এই স্ট্র্যাটেজিতে অনেক বেশি প্রবৃদ্ধি অর্জন করা সম্ভব না হলেও দীর্ঘমেয়াদি বিনিয়োগের জন্য এটি একটি ভালো অপশন।