পোর্টফোলিও বৈচিত্রায়ন হচ্ছে একটি বিনিয়োগ স্ট্র্যাটেজি যেখানে, বিনিয়োগকে একাধিক ধরণের সম্পদ, ইন্ডাস্ট্রি বা এলাকার মাঝে ভাগ করে দেয়া হয়। পোর্টফোলিও বৈচিত্রায়নের মূল উদ্দেশ্য হচ্ছে বিনিয়োগের ঝুকিঁ হ্রাস করা। অর্থাৎ, আপনার যদি স্টক, বন্ড, মিচুয়াল ফান্ড এবং অন্যান্য সিকিউরিটিতে বিনিয়োগ করা থাকে, তবে নির্দিষ্ট কোনো সিকিউরিটি মার্কেটে বাজে পারফর্ম করলেও অন্যগুলোর পারফর্ম্যান্সের মাধ্যমে আপনার বিনিয়োগ নিরাপদ থাকবে।
উদাহরণস্বরুপ, আপনি যদি স্টকে বিনিয়োগ করতে চান, তাহলে আপনার উচিত টেকনোলজি স্টক, স্বাস্থ্যখাতের স্টক ও একইসাথে অন্য কোনো ইন্ডাস্ট্রির স্টক বিনিয়োগ করা। এতে করে একটি সেক্টর বাজে পারফর্ম করলেও অন্য সেক্টরের রিটার্ন দিয়ে সেই ক্ষতি পুষিয়ে নেয়া যাবে। এইভাবেই বৈচিত্রায়ন মূলত ঝুকিঁ ও রিটার্নের মাঝে ব্যালেন্স তৈরি করে, যা দীর্ঘমেয়াদি আর্থিক স্থিতিশীলতার জন্য বেশ গুরুত্বপূর্ণ। ঝুকিঁ একদম নিঃশেষ করতে না পারলেও অন্তত অনেক বেশি ক্ষতি হওয়ার সম্ভাবনা থেকে বৈচিত্রায়ন আপনাকে রক্ষা করতে পারবে।