অগ্রাধিকার শেয়ার (Preferred Stock)
অগ্রাধিকার শেয়ার (Preferred Stock) বলতে একটি বিশেষ ধরণের স্টক বা শেয়ারকে বোঝানো হয় যার মাধ্যমে স্টক ও বন্ড উভয় ধরণের সিকিউরিটির বৈশিষ্ট্য বিদ্যমান। সাধারণ শেয়ারের সাথে অগ্রাধিকার শেয়ারের মূল পার্থক্য হচ্ছে এই যে,
- সাধারণ শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়ার পূর্বে অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেয়া হয়।
- কোম্পানির অবসায়নের সময় সাধারণ শেয়ারহোল্ডারদের অর্থ পরিশোধের পূর্বে অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের অর্থ পরিশোধ করা হয়।
- অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের ভোট প্রদানের ক্ষমতা থাকে না।
আবার বন্ড ও অগ্রাধিকার শেয়ারের মাঝে মূল মিল ও অমিল হচ্ছে এই যে,
- বন্ডহোল্ডারদের মতো অগ্রাধিকার শেয়ারহোল্ডাররা নির্দিষ্ট হারে লভ্যাংশ পান।
- লভ্যাংশ প্রদান ও অবসায়নের সময় অর্থ পরিশোধের ক্ষেত্রে বন্ডহোল্ডারদের পর অগ্রাধিকার শেয়ারহোল্ডারদের অর্থ পরিশোধ করা হয়।
যেসব বিনিয়োগকারীরা স্থিতিশীল রিটার্ন আশা করেন, কোম্পানির মালিকানা পেতে চান, তবে অতিরিক্ত ঝুকিঁ বহন করতে রাজি নন, তারা সাধারণত অগ্রাধিকার শেয়ার অনেক পছন্দ করে থাকেন।