Price-to-Earnings Ratio (P/E Ratio)
Last edited: December 19, 2024
P/E Ratio’র মাধ্যমে কোনো কোম্পানির স্টকের বর্তমান দামের সাথে কোম্পানির স্টকপ্রতি আয়ের তুলনা করা হয়। এতে করে বোঝা যায় যে কোম্পানির প্রতি ইউনিট আয়ের জন্য বিনিয়োগকারীরা কি পরিমাণ অর্থ খরচ করতে রাজি। P/E Ratio’র সূত্র হচ্ছে -
P/E Ratio = Stock Price ÷ Earnings Per Share
উদাহরণস্বরুপ, কোনো কোম্পানি যদি ৫০ টাকা মূল্যের ৫,০০,০০০ শেয়ারে নিবন্ধিত হয় এবং কোম্পানির বার্ষিক আয়ের পরিমাণ হয় ২৫,০০,০০০ টাকা, তাহলে উক্ত কোম্পানির শেয়ার প্রতি আয়ের পরিমাণ হবে ৫ টাকা এবং P/E Ratio হবে ১০।
P/E Ratio যদি বেশি হয় তাহলে বুঝতে হবে যে বিনিয়োগকারীরা কোম্পানির ভবিষ্যত প্রবৃদ্ধির জন্য আশাবাদী। আর P/E Ratio কম হলে বুঝতে হবে যে কোম্পানির ভবিষ্যত প্রবৃদ্ধির সম্ভাবনা কম বা স্টকের যথাযথ মূল্যায়ন হচ্ছে না। তবে ইন্ডাস্ট্রির উপর নির্ভর করে P/E Ratio’র আদর্শমান ভিন্ন হয়ে থাকে, তাই সর্বদা একই ইন্ডাস্ট্রির অন্যান্য কোম্পানির সাথেই P/E Ratio তুলনা করা উচিত। আর শুধু P/E Ratio দেখেই বিনিয়োগ সিদ্ধান্ত নেয়া যাবে না। বরং একইসাথে অন্যান্য মেট্রিকের দিকেও নজর রাখতে হবে।