Principal Amount
Last edited: December 22, 2024
লোনের ক্ষেত্রে, যেই মূল টাকা ঋণপ্রদানকারী ঋণগ্রহীতাকে ঋণ হিসেবে দিয়ে থাকেন, তাকে প্রিন্সিপাল বা আসল টাকা বলা হয়। এই টাকার ভেতর সাধারণত কোনো সুদ বা অতিরিক্ত অর্থ ধরা হয় না। যেমন - ব্যাংক থেকে আপনি যদি ১০,০০০ টাকা লোন হিসেবে নিয়ে থাকেন, তাহলে এই ১০,০০০ টাকা হবে আপনার আসল টাকা। আর এই আসল টাকার উপরেই নির্দিষ্ট হারে নির্দিষ্ট সময় পর পর সুদ ধার্য করা হয়।
একইভাবে, কোনো বিনিয়োগের ক্ষেত্রে মূল যেই পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয় বা সম্পদ ক্রয়ে ব্যবহার করা হয়, তাকে আসল টাকা বলা হয়। যেমন - আপনি যদি ব্যাংকে ফিক্সড ডিপোজিট হিসেবে ৫০,০০০ টাকা জমা রাখেন, তাহলে এই ৫০,০০০ টাকা হবে আপনার আসল টাকা। নির্দিষ্ট সময় পর এই ৫০,০০০ টাকার উপর ব্যাংক আপনাকে সুদ দিবে। তাই ঋণ করা ও বিনিয়োগের সময় আসল টাকার সুষ্ঠু ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।