প্রাইভেট ইকুইটি (Private Equity)
প্রাইভেট ইকুইটি হলো এমন এক ধরনের বিনিয়োগ, যেখানে পাবলিক স্টক এক্সচেঞ্জে লিস্টেড না থাকা কোনো কোম্পানিতে বিনিয়োগ করা হয়। প্রাইভেট ইকুইটি ফার্মগুলো বিনিয়োগকারীদের থেকে টাকা সংগ্রহ করে, তারপর কোম্পানি কিনে তা উন্নত করে বা পুনর্গঠন করে, শেষ পর্যন্ত মুনাফার জন্য সেই কোম্পানিটি বিক্রি করে।
এই ধরনের বিনিয়োগে কোম্পানির পরিচালনা ও কৌশলগত সিদ্ধান্তে গভীর নিয়ন্ত্রণ থাকে। সাধারণত, প্রাইভেট ইকুইটি স্টার্টআপ, পুনর্গঠন প্রয়োজন এমন প্রতিষ্ঠান অথবা সম্প্রসারণের জন্য এগিয়ে চলা ব্যবসাগুলিতে বিনিয়োগ করা হয়। প্রাইভেট ইকুইটির বিনিয়োগকারীরা উচ্চ লাভের প্রত্যাশায় বেশি ঝুঁকি নেন এবং পাবলিক মার্কেটের তুলনায় কম তারল্য (liquidity) উপভোগ করেন। মূল লক্ষ্য হলো কোম্পানির মূল্য এবং কার্যক্ষমতা বৃদ্ধি করে বিক্রি বা আইপিওর মাধ্যমে মুনাফা অর্জন করা।