প্রফিটাবিলিটি ইনডেক্স (Profitability Index)
প্রফিটাবিলিটি ইনডেক্স বা মুনাফালভ্যতা সূচক দ্বারা একটি বিনিয়োগ ঠিক কতোটা মুনাফাজনক, তা বোঝার চেষ্টা করা হয়। এই কাজে বিনিয়োগ থেকে আসা সম্ভাব্য রিটার্নকে উক্ত বিনিয়োগের খরচের সাথে তুলনা করা হয়। মুনাফালভ্যতা সূচকের সূত্র হচ্ছে -
PI = Present Value of Future Cash Flows ÷ Initial Investment.
মুনাফালভ্যতা সূচক যদি ১-এর বেশি হয়, তাহলে উক্ত প্রজেক্ট বা বিনিয়োগকে মুনাফাজনক বিনিয়োগ হিসেবে দেখা হয়। আর ১-এর কম হলে সাধারণত সেসব বিনিয়োগ বাদ দিয়ে দেয়া হয়। তাই মুনাফালভ্যতা সূচক ১-এর যতো বেশি হবে, ততোই ভালো।
উদাহরণস্বরুপ, কোথাও ১,০০,০০০ টাকা বিনিয়োগ করে যদি ১,২০,০০০ টাকা পাওয়া যায়, তাহলে উক্ত বিনিয়োগের মুনাফালভ্যতা সূচক হবে ১.২। যেসব ক্ষেত্রে রিসোর্স সীমিত, সেসব ক্ষেত্রে এই মেট্রিকের মাধ্যমে প্রজেক্ট বা বিনিয়োগকে প্রায়োরিটাইজ করা হয়। তবে শুধু মুনাফালভ্যতা সূচক না দেখে এর পাশাপাশি অন্যান্য মেট্রিক’ও দেখতে হবে, যেমন - NPV বা IRR।