ক্রয়াদেশ (Purchase Order)
ক্রয়াদেশ হচ্ছে এমন একটি দলিল, যার মাধ্যমে ক্রেতা কোনো বিক্রেতা বা নিজের সরবরাহকারীর কাছে পণ্য বা সেবার জন্য অর্ডার প্লেস করে। ক্রয়াদেশে সাধারণত পণ্য বা সেবার পরিমাণ, ডেলিভারি টাইম ও পেমেন্টের শর্তাবলি উল্লেখ করা থাকে।
যখন ক্রয়াদেশের শর্তাবলির উপর উভয় পক্ষ সম্মতি প্রদর্শন করে, তখন তা একতি আঈনি চুক্তি হিসেবে কাজ করে। যেকোনো প্রতিষ্ঠানের জন্য এই ক্রয়াদেশ পণ্য লেনদেনের ব্যবস্থা সহজতর করে, ইনভেন্টরি ম্যানেজমেন্টকে এফিশিয়েন্ট করে তোলে ও সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে।
আবার এই ক্রয়াদেশ যেকোনো ধরণের বিরোধ মেটানোর কাজেও ব্যবহার করা হয়। ক্রয়াদেশের যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে ব্যবসায়ে স্বচ্ছতা ও নির্ভুলতা নিশ্চিত করা সম্ভব হয়।