Quantitative Easing
QE হচ্ছে একটি মনিটারি টুল, যেখানে কেন্দ্রীয় ব্যাংক অর্থনৈতিক মন্দা চলার সময় অর্থনীতিকে উদ্দীপিত করার চেষ্টা করে। সাধারণত খোলা বাজার থেকে সরকারি বন্ড ক্রয় করে নেয়ার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক অর্থনীতিতে আরো মুদ্রার প্রবেশ করায়। অর্থনীতিকে উদ্দীপিত করার আরো একটি উপায় হচ্ছে সুদের হার কমিয়ে দেয়া। এতে করে ব্যবসায় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণ আরো সহজে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করতে পারে। এতে করে মন্দার সময় কেন্দ্রীয় ব্যাংক ব্যবসায় প্রতিষ্ঠান ও সাধারণ জনগণকে অর্থ খরচ করতে উৎসাহিত করে।
ব্যবসায় প্রতিষ্ঠান ও সাধারণ মানুষদের কাছে জমানো ক্যাশ অর্থনীতিতে আবারো প্রবেশ করলে অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি পায় ও অর্থনীতি ধীরে ধীরে সচল হওয়া শুরু করে। এতে করে নতুন নতুন কর্মসংস্থান তৈরি হয় ও বাজারে স্থিতিশীলতা ফিরে আসে। তবে বেশি সময় ধরে QE ফলো করলে আবার বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয়ার সম্ভাবনা তৈরি হয়। তাই সাধারণত এই মনিটারি টুল শুধু স্বল্পমেয়াদে ব্যবহার করা হয়।