সমন্বয় (Reconciliation)

1385

হিসাববিজ্ঞানে সমন্বয় বলতে মূলত ব্যাংক হতে প্রাপ্ত স্টেটমেন্টের সাথে প্রতিষ্ঠানের অভ্যন্তরীণভাবে রাখা হিসাবের সমন্বয় করাকে বোঝায়। ব্যাংক ও কোম্পানী আলাদা আলাদাভাবে ব্যাংক ব্যালেন্সের হিসাব রাখে বিধায় সেখানে ব্যালেন্সের অমিল দেখা দিতে পারে। এই অমিল তৈরি হয় মূলত প্রক্রিয়াগত ভুল, তথ্যের অনুপস্থিতি বা লিপিবদ্ধকরণের ভুলের কারণে।

তবে ব্যাংক সমন্বয় ছাড়াও আরো কিছু ধরণের সমন্বয় করতে দেখা যায়, যেমন - সরবরাহকারী সমন্বয়, দেনাদার সমন্বয়, পাওনাদার সমন্বয় ইত্যাদি। নিয়মিত সমন্বয় আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করে, সঠিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে এবং অডিটের চাহিদা পূরণ করে। ব্যবসায়ের আর্থিক কার্যক্রম যে সুষ্ঠুভাবে পালন করা হচ্ছে, এটি তারই বহিঃপ্রকাশ। তাই সমন্বয় করার মাধ্যমে স্টেকহোল্ডারদের আস্থাও অর্জন করা যায়।

Next to read