ঝুকিঁ গ্রহণের প্রবণতা (Risk Appetite)
Last edited: December 23, 2024
ঝুকিঁ গ্রহণের প্রবণতা (Risk Appetite) বলতে বোঝায় যে কোনো ব্যাক্তি বা প্রতিষ্ঠান নিজস্ব আর্থিক লক্ষ্য অর্জন করার উদ্দেশ্যে ঠিক কি পরিমাণ ঝুকিঁ গ্রহণ করতে প্রস্তুত। অনেকগুলো ফ্যাক্টরের ওপর ঝুকিঁ গ্রহণের প্রবণতা নির্ভর করে, যেমন - আর্থিক স্বচ্ছলতা, পোর্টফোলিওর বৈচিত্রায়ন ও ব্যাক্তিগত পছন্দ। উদাহরণস্বরুপ, স্বল্পবয়সী বিনিয়োগকারী, যারা নিজের অবসরের উদ্দেশ্যে বিনিয়োগ করে থাকেন, তারা বেশি ঝুকিঁ ও বেশি প্রবৃদ্ধির সম্ভাবনা আছে এমন শেয়ার বা স্টকে বিনিয়োগ করতে পছন্দ করে।
অপরদিকে, একজন অবসরপ্রাপ্ত বিনিয়োগকারী, যার স্থিতিশীল রিটার্ন প্রয়োজন, তিনি তুলনামূলক কম ঝুকিঁর সিকিউরিটিজে বিনিয়োগ করবেন, যেমন - সরকারি বন্ড।
একইভাবে ব্যবসায়িক পরিকল্পনা তৈরির সময় ম্যানেজমেন্ট ঝুকিঁ গ্রহণের প্রবণতার ওপর নির্ভর করে প্রজেক্ট গ্রহণ করে।