পুনরুদ্ধার মূল্য (Salvage Value)
কোনো সম্পদের আয়ুষ্কাল শেষে তার যেই পরিমাণ অবশিষ্ট মূল্য থাকে, তাকে পুনরুদ্ধার মূল্য বলা হয়। পুনরুদ্ধার মূল্য সাধারণত অবচয়ের পর হিসাব করা হয়। সম্পদের আয়ুষ্কাল শেষে তা পুরনো হিসেবে বিক্রয় করলে কি পরিমাণ অর্থ পাওয়া যাবে, তার উপর সম্পদের পুনরুদ্ধার মূল্য নির্ভর করে। এই পুনরুদ্ধার মূল্যের উপর নির্ভর করে সম্পদের অবচয়ের হার নির্ধারণ করা হয়।
উদাহরণস্বরুপ, একটি মেশিনের মূল্য ১০,০০০ টাকা এবং তা ৪ বছর ব্যবহার করা যাবে। ৪ বছর পর মেশিনটি বিক্রয় করে দিলে ২০০০ টাকা পাওয়া যাবে। তাই বাকি ৮০০০ টাকা ৪ বছরের প্রতিবছর সমপরিমাণ হারে অবচয় করা হবে।
পুনরুদ্ধার মূল্যের উপর নির্ভর করে প্রতিষ্ঠানগুলো সম্পদের এফিশিয়েন্সি নির্ধারণ করে, নগদ প্রবাহের ধারণা করে ও সম্পদ প্রতিস্থাপনের পরিকল্পনা তৈরি করে। আবার করের পরিমাণ নির্ধারণেও পুনরুদ্ধার মূল্য প্রভাব বিস্তার করে।