Secured vs. Unsecured Loans
Last edited: January 5, 2025
ঋণকে প্রধানত দুই ভাগে বিভক্ত করা হয়: সিকিউরড এবং আনসিকিউরড। একটি সিকিউরড ঋণ নিতে হলে ঋণগ্রহীতাকে জামানত দিতে হয়, যেমন সম্পত্তি, গাড়ি বা অন্যান্য মূল্যবান সম্পদ। যদি ঋণগ্রহীতা ঋণ পরিশোধে ব্যর্থ হন, তাহলে ঋণদাতা জামানত বাজেয়াপ্ত করে তাদের অর্থ পুনরুদ্ধার করতে পারে। উদাহরণ হিসেবে বলা যায় মর্টগেজ বা গাড়ির ঋণ।
অন্যদিকে, আনসিকিউরড ঋণে জামানতের প্রয়োজন হয় না, তবে এটি ঋণগ্রহীতার ক্রেডিট যোগ্যতার উপর ভিত্তি করে দেওয়া হয়। পার্সোনাল লোন এবং ক্রেডিট কার্ডের ঋণ এর সাধারণ উদাহরণ। যেহেতু আনসিকিউরড ঋণে ঋণদাতার ঝুঁকি বেশি, তাই এগুলোর সুদের হার তুলনামূলক বেশি হয়। সিকিউরড ঋণে ঝুঁকি কম থাকায় সুদের হারও কম থাকে। কোন ঋণটি বেছে নেওয়া উচিত, তা ঋণগ্রহীতার আর্থিক অবস্থা এবং ঋণ পরিশোধের সক্ষমতার উপর নির্ভর করে।