সিকিউরিটিজ (Securities)
সিকিউরিটিজ বলতে বিভিন্ন ধরণের আর্থিক দলিল বোঝানো হয় যার মাধ্যমে কোনো কোম্পানীর প্রতি ব্যাক্তির মালিকানা (স্টক), পাওনা (বন্ড) বা অন্য যেকোনো ধরণের অধিকারকে বোঝানো হয়। আর্থিক বাজারে কোম্পানীর মূলধন গঠনের জন্য এসব সিকিউরিটিজের গুরুত্ব অনেক বেশি। মূলত প্রাথমিক বাজারে এগুলো ইস্যু করা হলেও, সেকেন্ডারি মার্কেটে এগুলো ক্রয়-বিক্রয় বা হাতবদল করা যায়।
স্টক বা শেয়ার ক্রয়ের মাধ্যমে ব্যাক্তি কোনো কোম্পানীর মালিকানা গ্রহণ করতে পারে। আবার বন্ড ক্রয়ের মাধ্যমে ব্যাক্তি কোনো কোম্পানীকে ঋণ প্রদান করতে পারে। এই স্টক ও বন্ড আবার অনেক প্রকারের হয়ে থাকে। স্টক বা শেয়ার ক্রয় করলে রিটার্ন হিসেবে ডিভিডেন্ড পাওয়া যায়। আর বন্ড ক্রয় করলে রিটার্ন হিসেবে পাওয়া যায় সুদ।
ক্রয়ের পর কোনো সিকিউরিটিজের মূল্য বৃদ্ধি পেলে তা সেকেন্ডারি মার্কেটে বিক্রয় করে ব্যাক্তি মূলধনী লাভ বা ক্যাপিটাল গেইন পায়। এসব সিকিউরিটিজ আবার সিকিউরিটিজ এক্সচেঞ্জ বোর্ড খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে। এতে করে বিনিয়োগকারী ও কোম্পানী উভয়ের স্বার্থরক্ষা করা সম্ভব হয় এবং আর্থিক বাজারের স্থিতিশীলতা বজায় থাকে। তবে যেকোনো ধরণের সিকিউরিটিজে বিনিয়োগ করার আগে অবশ্যই মার্কেটের ঝুকিঁ ও ভবিষ্যত রিটার্ন সম্পর্কে স্পষ্ট ধারণা নিয়ে নিতে হবে।