সিকিউরিটিজ (Securities)
Last edited: December 23, 2024
সিকিউরিটিজ হচ্ছে একধরণের ফাইন্যান্সিয়াল টুল, যার মাধ্যমে কোনো কিছুর মালিকানা বা ঋণ বোঝানো হয়ে থাকে। ফাইন্যান্সিয়াল মার্কেটে সিকিউরিটিজের লেনদেন করা হয়। কমন কিছু সিকিউরিটিজের উদাহরণ হলো - স্টক, বন্ড বা মিচুয়াল ফান্ড। স্টক ক্রয়ের মাধ্যমে কোনো কোম্পানীর পূর্ণ বা আংশিক মালিকানা পাওয়া যায়। আর বন্ড ক্রয়ের মাধ্যমে কোম্পানিকে ঋণপ্রদান করা হয়। উদাহরণস্বরুপ - স্টক ক্রয় করলে আপনি কোম্পানির শেয়ারহোল্ডারদের একজন হিসেবে গণ্য হবেন এবং ভোটাধিকার পাবেন। অন্যদিকে বন্ড ক্রয় করলে আপনি কোম্পানির থেকে নিয়মিত হারে সুদ পাবেন।
প্রতিষ্ঠানের দৃষ্টিকোণ থেকে মূলধন সংগ্রহের জন্য আর ব্যাক্তিগত দৃষ্টিকোণ থেকে বিনিয়োগ করার জন্য সিকিউরিটিজের কোনো বিকল্প নেই। বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষা ও স্বচ্ছতা বজায় রাখার জন্য বিভিন্ন রেগুলেটরি বডি দ্বারা এসব সিকিউরিটিজ রেগুলেট করা হয়। যেকোনো দেশের অর্থনীতিতে তারল্য বজায় রাখা ও বিনিয়োগের সুযোগ তৈরি করার জন্য এসব আর্থিক সিকিউরিটিজ বেশ গুরুত্বপূর্ণ।