বিক্রয় ব্যয় (Selling Expenses)

647

কোনো পণ্য বা সেবা বিক্রয়ের সাথে জড়িত ব্যয়কে বিক্রয় ব্যয় হিসেবে অভিহিত করা হয়। বিক্রয় ব্যয়-এর অন্যতম উদাহরণ হচ্ছে - বিজ্ঞাপন, বিক্রয় কমিশন, ডেলিভারি খরচ ও প্রোমোশনাল খরচ। বিক্রয় ব্যয়গুলো প্রতিষ্ঠানের পরিচালনা ব্যয়-এর অন্তর্ভুক্ত এবং এগুলো আয়-ব্যয় বিবরণীতে দেখানো হয়। প্রতিষ্ঠানের মুনাফা সর্বাধিকীকরণের জন্য এসব ব্যয় নিয়ন্ত্রণের কোনো বিকল্প নেই।

উদাহরণস্বরুপ - বিজ্ঞাপনের পেছনে প্রচুর অর্থ খরচ করলে, তার মাধ্যমে বিক্রয় বৃদ্ধি পাবে ঠিকই। তবে এই খরচ নিয়ন্ত্রণে না রাখলে প্রফিট মার্জিন কমে যাবে আশঙ্কাজনক হারে। বিক্রয় ব্যয় অ্যানালাইজ করার মাধ্যমে কোম্পানীগুলো মার্কেটিং স্ট্র্যাটেজি তৈরি করে, বিক্রয়ের এফিশিয়েন্সি বৃদ্ধি করে ও কাস্টমার অধিগ্রহণের খরচ নিয়ন্ত্রণ করে। আবার নিবিড়ভাবে এসব ব্যয় পর্যবেক্ষণের মাধ্যমে তথ্য-নির্ভর সিদ্ধান্ত গ্রহণ করা যায় এবং প্রতিষ্ঠানের স্ট্র্যাটেজিক লক্ষ্যগুলো অর্জন করা যায়।

Next to read