শেয়ারহোল্ডার (Shareholder)
শেয়ারহোল্ডার বলতে কোনো ব্যাক্তি, প্রতিষ্ঠান বা স্বত্তাকে বোঝায়, যে একটি কোম্পানীর শেয়ারের মালিকানা রাখার মাধ্যমে উক্ত কোম্পানীর কিছু অংশের বা সম্পূর্ণ অংশের মালিকানা রাখে। শেয়ারহোল্ডারগণ কোম্পানীতে বিনিয়োগ করেন ডিভিডেন্ড পাওয়া আশায় এবং ভবিষ্যতে মূল্য বৃদ্ধি পাওয়া শেয়ার বিক্রয় করে মুলধনী লাভ করার আশায়। আবার শেয়ারহোল্ডারগণ কোম্পানীর কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে ভোট প্রদানের মাধ্যমে মতামত প্রকাশ করতে পারেন, যেমন - বোর্ডের ইলেকশন, মার্জার ও অন্যান্য স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত। এই ভোট মূলত শেয়ারহোল্ডার মিটিং-এর সময় গ্রহণ করা হয়।
কোম্পানী মুনাফা অর্জন করলে শেয়ারহোল্ডারগণ মুনাফার অংশ পান, আবার কোম্পানী ক্ষতি করলে তার দ্বায়ভারও শেয়ারহোল্ডারদেরই বহন করতে হয়। আমরা মূলত দুই ধরণের শেয়ারহোল্ডার দেখতে পাই, সাধারণ শেয়ারহোল্ডার ও অগ্রাধিকার শেয়ারহোল্ডার। এই দুই ক্ষেত্রে অধিকার ও প্রিফারেন্সের কিছু কিছু পার্থক্য বিদ্যমান।
কোম্পানীর প্রতি শেয়ারহোল্ডারদের বিশ্বাস থাকলে বোঝা যায় যে, কোম্পানী সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে এবং আর্থিকভাবে স্বচ্ছল অবস্থানে রয়েছে। এতে করে কোম্পানীর শেয়ারের দাম আরো বৃদ্ধি পায় এবং শেয়ারহোল্ডারগণ মুনাফা পান।