শর্ট-সেলিং (Short Selling)
শর্ট-সেলিং হচ্ছে ফাইন্যান্সিয়াল মার্কেটে মুনাফা অর্জনের উদ্দেশ্যে ট্রেডারদের ফলো করা একটি স্ট্র্যাটেজি। এখানে কোনো স্টকের দাম কমে যাবে, এই আশায় ট্রেডার কিছু স্টক সংগ্রহ করে তা বিক্রয় করে দেয়, এই আশায় যে স্টকের দাম কমে গেলে তারপর সেই স্টকগুলো ক্রয় করে সে মুনাফা অর্জন করবে। সহজে বোঝানোর উদ্দেশ্যে নিম্নোক্ত উদাহরণ দেয়া হলো -
১। কোনো বিনিয়োগকারীর থেকে আপনি ৫০ টাকা মূল্যের ১০০টি শেয়ার ধার হিসেবে নিলেন।
২। উক্ত শেয়ারগুলো বিক্রয় করে দিয়ে আপনি ৫০০০ টাকা আয় করলেন।
৩। খুবই অল্প সময়ের ভেতর উক্ত শেয়ারের দাম হ্রাস পেয়ে ৪০ টাকা প্রতি শেয়ার হয়ে গেল। তাই ৪০ টাকা প্রতি শেয়ার হিসেবে আপনি ১০০টি শেয়ার ৪০০০ টাকায় ক্রয় করে নিলেন।
৪। যেই বিনিয়োগকারীর থেকে আপনি শেয়ারগুলো ধার হিসেবে নিয়েছিলেন, তাকে শেয়ারগুলো ফেরত দিয়ে দিলেন। আপনার কাছে ১০০০ টাকা মুনাফা থেকে গেল।
শর্ট-সেলিং অত্যন্ত ঝুকিঁপূর্ণ স্ট্র্যাটেজি। কারণ, স্টকের দাম হ্রাস না পেয়ে বরং বৃদ্ধি পেলে ট্রেডারের সমূহ ক্ষতি হওয়ার সম্ভাবনা তৈরি হয়।