স্বল্পমেয়াদী দায় (Short-term Liabilities)
যেসব দায় সাধারণত এক বছর বা তার কম সময়ের ভেতর পরিশোধ করতে হয়, সেগুলোকে স্বল্পমেয়াদী দায় বলা হয়, যেমন - প্রদেয় হিসাব, ব্যাংক জমাতিরিক্ত লোন, বকেয়া খরচ ইত্যাদি। ব্যালেন্স শিটে এসব দায় চলতি দায় বা স্বল্পমেয়াদী দায় হিসেবে লিপিবদ্ধ থাকে। প্রতিষ্ঠানের কার্যক্রমের এফিশিয়েন্সি ও লিক্যুইডিটি সরাসরিভাবে এই স্বল্পমেয়াদী দায়গুলোর সাথে জড়িত থাকে বিধায় এগুলোর যথাযথ ব্যবস্থাপনা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
উদাহরণস্বরুপ, সরবরাহকারীদের প্রতি আপনার প্রদেয় অর্থ দ্রুত পরিশোধ করে দিলে সরবরাহকারীদের সাথে সুসম্পর্ক বজায় থাকে ঠিকই, কিন্তু আপনাকে ব্যবসায় পরিচালনার জন্য যথেষ্ট পরিমাণ নগদ অর্থ রেখে তারপরই প্রদেয় হিসাব পরিশোধ করতে হবে। নইলে আপনার প্রতিষ্ঠান তারল্য ঘাটতিতে পরতে পারে।
যেকোনো ব্যবসায়ের স্বল্পমেয়াদী দায়ের পরিমাণ বোঝার জন্য দুটি অনুপাত ব্যবহার করা হয়, যথা - চলতি অনুপাত ও ত্বড়িৎ অনুপাত। এই অনুপাতগুলো আদর্শমানের কাছাকাছি থাকলে বোঝা যায় যে, প্রতিষ্ঠানের স্বল্পমেয়াদী সম্পদ ও দায়ের মাঝে যথেষ্ট ভারসাম্য রয়েছে এবং আর্থিক সমস্যায় পরার সম্ভাবনা কম।