Sovereign Bonds
Sovereign Bond বলতে সরকারি বন্ডকে বোঝানো হয়। সাধারণ জনগণের হতে ঋণ সংগ্রহ করার উদ্দেশ্যে সরকার যেই বন্ড ইস্যু করে, তাকেই সরকারি বন্ড বলা হয়। যেকোনো দেশে বিনিয়োগের সর্বনিম্ন ঝুকিঁর অপশন হিসেবে সাধারণত এই বন্ডগুলো কাজ করে। দেশের ভেতর হতে অর্থ সংগ্রহ করার জন্য এগুলো লোকাল কারেন্সিতে ইস্যু করা হয়। তবে সরকার চাইলে এগুলোকে বৈদেশিক কারেন্সিতে ইস্যু করে বৈদেশিক মুদ্রা সংগ্রহ করতে পারে।
বন্ডের মেয়াদকাল শেষ হলে আসল টাকা ফেরত দিয়ে দেয়া হয়, আর নির্দিষ্ট সময় পর পর দেয়া হয় সুদ। সাধারণত সরকারি বন্ডকে নিরাপদ মনে করা হলেও, এগুলোও কিন্তু পুরোপুরি ঝুকিঁমুক্ত নয়। রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক অস্থিতিশীলতার কারণে সরকার এই অর্থ পরিশোধে ব্যর্থও হতে পারে। অন্তত অন্যান্য বিনিয়োগের চেয়ে বেশি নিরাপদ হওয়ায় ঝুকিঁ-বিমুখ বিনিয়োগকারীরা এই অপশন প্রিফার করেন বেশি।