মালিকানাস্বত্ব বিবরণী (Statement of Changes in Equity)
মালিকানাস্বত্ব বিবরণী হচ্ছে একটি আর্থিক প্রতিবেদন যেখানে একটি নির্দিষ্ট সময়কালের ভেতর কোনো প্রতিষ্ঠানের মালিকানাস্বত্বের পরিবর্তনগুলো তুলে ধরা হয়। মূলত মূলধন, সংরক্ষিত আয়, মুনাফা/ক্ষতি, ডিভিডেন্ড ইত্যাদি বিষয়ের পরিবর্তনগুলো এখানে তুলে ধরা হয় এবং প্রতিষ্ঠানে শেয়ারহোল্ডারদের মোট অংশকে দেখানো হয়। এই প্রতিবেদনের মাধ্যমে স্বচ্ছভাবে জানা যায় যে কিভাবে প্রতিষ্ঠানের মুনাফা ব্যবহার করা হচ্ছে এবং নতুন কোনো শেয়ার ইস্যু করা হচ্ছে কি না।
প্রতিষ্ঠানের স্টেকহোল্ডারগণ এই প্রতিবেদনের মাধ্যমে প্রতিষ্ঠানের বিভিন্ন আর্থিক সিদ্ধান্ত সম্পর্কে জানতে ও বুঝতে পারেন, তাই এটি ফাইন্যান্সিয়াল রিপোর্টিং-এর একটি অতি গুরুত্বপূর্ণ অংশ। উদাহরণস্বরুপ, বিনিয়োগকারীরা বুঝতে পারেন যে প্রতিষ্ঠানের মুনাফা কি সংরক্ষিত আয় হিসেবে রেখে দেয়া হয়, নাকি ডিভিডেন্ড হিসেবে শেয়ারহোল্ডারদের দিয়ে দেয়া হয়। এসব বিষয়ের উপর ভিত্তি করে বিনিয়োগকারীরা প্রতিষ্ঠানে বিনিয়োগ করা বা না করার সিদ্ধান্ত গ্রহণ করেন।