স্টক মার্কেট (Stock Market)
Last edited: December 4, 2024
স্টক মার্কেট বলতে এমন একটি মার্কেট বোঝানো হয়, যেখানে বিভিন্ন পাবলিক কোম্পানীর স্টক বা শেয়ার ক্রয়-বিক্রয় করা হয়। স্টক মার্কেট যেকোনো দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ এরিয়াগুলোর মাঝে একটি। স্টক মার্কেটে বিনিয়োগকারীরা স্টক ক্রয় করার মাধ্যমে নিজেদের সঞ্চিত অর্থ বিনিয়োগ করতে পারেন, আবার বিনিয়োগ প্রত্যাশীগণ এখানে কোম্পানীর শেয়ার বিক্রয় করার মাধ্যমে বিনিয়োগ গ্রহণ করতে পারেন।
নিজের ফাইন্যান্সিয়াল ফিউচার সিকিউর করার জন্য দীর্ঘমেয়াদি বিনিয়োগের কোনো বিকল্প নেই। নিজের কষ্টার্জিত টাকা বালিশের নিচে রেখে দিলে তা শুধু মুদ্রাস্ফীতির কাছে নিজের মান হারাবে। অপরদিকে বিনিয়োগ করার মাধ্যমে কিছু অতিরিক্ত আয় করা যায় এবং দীর্ঘমেয়াদে বিনিয়োগের মূল্য বৃদ্ধি পেলে সেখান থেকে ক্যাপিটাল গেইন’ও পাওয়া যায়। বিনিয়োগ করার জন্য বেশ ভালো একটি ক্ষেত্র হতে পারে শেয়ার মার্কেট।
তবে শুধু নিজের সঞ্চিত অর্থ বৃদ্ধি ও অতিরিক্ত আয় করার লোভে শেয়ার মার্কেটে ঝাপিয়ে পরা উচিত নয়। শেয়ার মার্কেটে বিনিয়োগ করার আগে আপনাকে অবশ্যই এই বিনিয়োগ সম্পর্কে বিস্তারিত জেনে নিতে হবে। তাই আজকের লেখায় আমরা শেয়ার মার্কেটে বিনিয়োগ সম্পর্কে একটি বিস্তারিত ধারণা দেয়ার চেষ্টা করবো।