সাবসিডিয়ারি (Subsidiary)
Last edited: December 1, 2024
সাবসিডিয়ারি বলতে এমন একটি কোম্পানীকে বোঝায়, যার মালিকানা সম্পূর্ণ অথবা আংশিকভাবে অন্য একটি কোম্পানীর কাছে থাকে। যেই কোম্পানীর কাছে মালিকানা থাকে তাকে হোল্ডিং কোম্পানী বলা হয়। মূলত হোল্ডিং কোম্পানীটি সাবসিডিয়ারি কোম্পানীর মেজরিটি শেয়ার ক্রয় করে ফেলার মাধ্যমে উক্ত কোম্পানীকে নিয়ন্ত্রণ ও পরিচালনা করতে পারে। তবে সাবসিডিয়ারি কোম্পানীগুলোর ভিন্ন আঈনী স্বত্তা থাকে, তারা নিজেদের আর্থিক রেকর্ড, দায় ও সম্পদের পরিমাণ সেপারেটলি লিপিবদ্ধ করে থাকেন।
এতে করে হোল্ডিং কোম্পানী নিজের ব্যবসায় বৈচিত্র্য নিয়ে আসতে পারে, যাতে করে ঝুকিঁ কমে এবং নতুন নতুন মার্কেটে কার্যক্রম পরিচালনা করা যায়। উদাহরণস্বরুপ, একটি বহুজাতিক কোম্পানী বিভিন্ন দেশে নিজেদের কার্যক্রম বিস্তার করার উদ্দেশ্যে সেসব দেশে সাবসিডিয়ারি কোম্পানী তৈরি করতে পারে। পৃথকভাবে হিসাব রাখা হলেও, প্রায়ই সাবসিডিয়ারি কোম্পানীগুলোর হিসাবকে হোল্ডিং কোম্পানীর সাথে একত্রিত করে আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে করে হোল্ডিং কোম্পানীটির সামগ্রিক চিত্র বুঝতে পারা যায়।