SWIFT
SWIFT এর পূর্ণরূপ Society for Worldwide International Financial Telecommunication যা বাংলায় সুইফট এর পূর্ণরূপ সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন। SWIFT বা সোসাইটি ফর ওয়ার্ল্ডওয়াইড ইন্টারব্যাংক ফাইন্যান্সিয়াল টেলিকমিউনিকেশন সিস্টেম হচ্ছে আন্তর্জাতিক ভাবে অর্থ আদান-প্রদানের প্রক্রিয়া যা নেটওয়ার্কিং এর মাধ্যমে সম্পন্ন হয়ে থাকে।
SWIFT হলো মূলত একটি নেটওয়ার্ক যার মাধ্যমে বিশ্বের যে ২০০ টি দেশ SWIFT এর অন্তর্ভুক্ত তারা নিজেদের মধ্যে এক দেশ থেকে অন্য দেশে মেসেজ এর মাধ্যমে সেসকল দেশের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান সমূহে অনলাইন অর্ডারের মাধ্যমে পেমেন্ট আদান-প্রদান করতে পারে।
SWIFT অন্তর্ভুক্ত দেশসমূহের মধ্যে এক ব্যাংক অন্য ব্যাংক কে তাদের গ্রাহকদের নির্দিষ্ট পরিমান অর্থ প্রেরণ বা প্রদানের জন্য মেসেজের মাধ্যমে রিকুয়েষ্ট সেন্ড করলে তারা সে অনুযায়ী কার্যসম্পন্ন করে।
SWIFT হল একটি বিশাল মেসেজিং নেটওয়ার্ক যা আর্থিক প্রতিষ্ঠানগুলি তাদের অর্থ স্থানান্তরের তথ্যসমূহ দ্রুত, নির্ভুলভাবে এবং নিরাপদে পাঠাতে এবং গ্রহণ করতে ব্যবহার করে থাকে।