করযোগ্য আয় (Taxable Income)
একজন ব্যাক্তি বা প্রতিষ্ঠানের আয়ের যেই অংশের উপর করারোপ করা হয়, তাকে ঐ ব্যাক্তি বা প্রতিষ্ঠানের করযোগ্য আয় বলে। মোট আয় থেকে খরচ, ছাড় ও অন্যান্য অ্যাডযাস্টমেন্ট করার পর করযোগ্য আয় পাওয়া যায়। যেকোনো ব্যবসায়ের জন্য বিক্রয়, বিনিয়োগ বা অন্যান্য কার্যক্রম হতে আয় থেকে বেতন, ভাড়ার মতো ব্যয়গুলো বিয়োগ দিয়ে করযোগ্য আয় নির্ধারণ করা হয়।
রেগুলেশন মেনে চলা ও সঠিক পরিমাণের কর পরিশোধ করার জন্য করযোগ্য আয় সম্পর্কে বিশদ ধারণা রাখার কোনো বিকল্প নেই। আবার যথাযথভাবে ম্যানেজ করা গেলে করযোগ্য আয় হ্রাস করা সম্ভব, এতে করে কম কর পরিশোধ করতে হয়। তবে করযোগ্য আয় হ্রাস করতে গিয়ে কখনোই অবৈধ পন্থা অবলম্বন করা যাবে না। কারণ, জনগণের পরিশোধকৃত কর হতেই সরকার দেশের পাবলিক সেক্টরের খরচ বহন করে।