ট্রেজারি বিল (Treasury Bills)
ব্যবসায় প্রতিষ্ঠান বা সাধারণ জনগণ হতে অর্থ সংগ্রহের উদ্দেশ্যে সরকার কর্তৃক যেই স্বল্পমেয়াদী ঋণপত্র ইস্যু করা হয়, তাকে ট্রেজারি বিল বলা হয়। ট্রেজারি বিল সাধারণত ফেইস ভ্যালুর উপর ডিস্কাউন্টে বিক্রয় করা হয়। মেয়াদশেষে সরকার ফেইস ভ্যালু দিয়ে ঋণপত্রগুলো ফেরত নিয়ে নেয়। এই ক্রয় ও বিক্রয়মূল্যের পার্থক্যই সাধারণ বিনিয়োগকারীদের জন্য লাভ হিসেবে ধরা হয়।
উদাহরণস্বরুপ, ১০০০ টাকার একটি ট্রেজারি বিল যদি ৫% ছাড়ে সরকার ইস্যু করে, তাহলে বিনিয়োগকারীর কাছে উক্ত বিলের ক্রয়মূল্য ৯৫০ টাকা। মেয়াদ শেষে সরকার ১০০০ টাকা দিয়েই বিলগুলো ফেরত নিয়ে নিবে। তখন বিনিয়োগকারীর ৫০ টাকা লাভ হবে। ট্রেজারি বিলের মেয়াদ সাধারণত ১ বছর বা তার কম হয়ে থাকে। আর সরকার কর্তৃক ইস্যুকৃত হওয়ায় এগুলোকে অনেকটা ঝুকিঁমুক্ত হিসেবে বিবেচনা করা হয়। যেসব বিনিয়োগকারী স্বল্পমেয়াদে বিনিয়োগ করতে চান, নিরাপত্তা ও স্টেবল রিটার্ন চান, তারাই সাধারণত ট্রেজারি বিলে বিনিয়োগ করে থাকেন।