রেওয়ামিল (Trial Balance)

1796

রেওয়ামিল বলতে একটি আর্থিক প্রতিবেদনকে বোঝানো হয় যেখানে খতিয়ানের সকল হিসাবের নাম ও ব্যালেন্স তালিকা আকারে সাজানো থাকে। মূলত একটি নির্দিষ্ট সময়ে কোন হিসাবের ব্যালেন্স কতো, তা জানা যায় রেওয়ামিলের মাধ্যমে। ডাবল-এন্ট্রি হিসাব ব্যবস্থায় নির্ভুলতা বজায় রাখতে রেওয়ামিলের কোনো বিকল্প নেই, কারণ এই ব্যবস্থায় মোট ডেবিটকে মোট ক্রেডিটের সমান হতে হয়, আর রেওয়ামিল সেটাই প্রমাণ করে দেখায়।

আবার লেনদেন লিপিবদ্ধকরণে কোনো ভুল হলে তা আগেই রেওয়ামিল হতে জানা যায়। ফলে আর্থিক বিবরণীগুলো আর পুনরায় তৈরি করতে হয় না। লেনদেনে কোনো ভুল না হলে রেওয়ামিলের দুই সাইড সমান হবেই। আর যদি সমান না হয়, তাহলে বুঝতে হবে যে লেনদেন লিপিবদ্ধকরণে বা রেওয়ামিল তৈরিতে কোনো ভুল হয়েছে। এই কারণেই আর্থিক বিবরণী তৈরি করার পূর্বে সকল প্রতিষ্ঠান রেওয়ামিল তৈরি করে লেনদেন লিপিবদ্ধকরণের সঠিকতা যাচাই করে নেয়।

Next to read