টার্নওভার (Turnover)
ব্যবসায়িক পরিভাষায়, কোনো কোম্পানী কোনো নির্দিষ্ট সময়কালের ভেতর পণ্য বা সেবা বিক্রয় করে মোট যেই পরিমাণ ইনকাম করে, তাকে উক্ত ব্যবসায়ের উক্ত সময়ের টার্নওভার বলা হয়। যেকোনো প্রতিষ্ঠানের জন্য এটি বেশ গুরুত্বপূর্ণ একটি কেপিআই, যার মাধ্যমে ব্যবসায়ের কার্যক্রমের এফিশিয়েন্সি ও মার্কেটের চাহিদা বোঝা যায়। অনেকে টার্নওভার বলতে মুনাফা বুঝে থাকেন, যা একটি ভুল ধারণা। টার্নওভারকে আমরা বেশিরভাগ সময় সেলস রেভিনিউ হিসেবে বলে থাকি। টার্নওভার থেকে ব্যবসায়ের যাবতীয় সব খরচ বিয়োগ করলে মুনাফার পরিমাণ পাওয়া যায়।
ব্যবসায়ে টার্নওভার বলতে আবার অনেক সময় ইনভেন্টরি টার্নওভারকে বোঝানো হয়। যার অর্থ কতো দ্রুত একটি প্রতিষ্ঠানের ইনভেন্টরি বিক্রয় ও রিপ্লেস করা হচ্ছে। টার্নওভারের উপর নির্ভর করে প্রতিষ্ঠানগুলো পণ্যের দাম নির্ধারণ করে ও অন্যান্য স্ট্র্যাটেজিক সিদ্ধান্ত গ্রহণ করে।