অর্থের সময়মূল্য - Time Value of Money (TVM)

1258

অর্থের সময়মূল্য কনসেপ্টের মূলভাব হচ্ছে এই যে, আজকের ১০০ টাকা আজ থেকে ১ বছর পরের ১০০ টাকার চেয়ে বেশি মূল্যবান। কারণ আজ আপনার কাছে ১০০ টাকা থাকলে আপনি তা কোথাও ব্যবহার করতে পারবেন বা কিছু ক্রয় করতে পারবেন। অন্য কারো হাতে ১ বছরের জন্য ১০০ টাকা চলে গেলে তা আপনি ১ বছর আর ব্যবহার করতে পারছেন না। যদি উক্ত অর্থ হতে কোনো ধরণের সুদ বা রিটার্ন না আসে তাহলে এখানে আপনার কোনো লাভ হলো না। এই কনসেপ্টের উপর নির্ভর করে আর্থিক জগতের বেশিরভাগ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

উদাহরণস্বরুপ, ১০% সুদে ১ বছরের জন্য ১০০ টাকা বিনিয়োগ করলে ১ বছর পর আপনি ১১০ টাকা পাবেন। মুদ্রাস্ফীতি যদি ৬% হয়, তাহলে ১ বছর পর আপনার আসল লাভ হলো ৪ টাকা। অর্থাৎ, ১ বছর পর ১০০ টাকা পাওয়ার থেকে ১১০ টাকা পাওয়া লাভজনক। অর্থের সময়মূল্য নির্ণয়ের জন্য বর্তমান মূল্য ও ভবিষ্যত মূল্যের সূত্র ব্যবহার করা হয়, যেখানে সুদের হার ও সময়কালকে ফ্যাক্টর হিসেবে ধরা হয়। সূত্রগুলো হলো -

PV = FV / (1 + r)^n

FV = PV*(1+r)^n

PV = Present Value

FV = Future Value

r = Rate of Interest

n = Time

Next to read