অনার্জিত আয় (Unearned Revenue)

2129

অনার্জিত আয় বলতে এমন অর্থকে বোঝানো হয়, যা কোম্পানি পণ্য বা সেবা সরবরাহ করার পূর্বেই পেয়ে থাকে। এটি ব্যালান্স শিটে একটি দায় (liability) হিসেবে লিপিবদ্ধ হয় যতক্ষণ না কোম্পানি তাদের পণ্য বা সেবা সরবরাহ করে। পণ্য বা সেবা সরবরাহ করার পরেই এটি আয় হিসেবে স্বীকৃত হয়।

উদাহরণস্বরূপ, সাবস্ক্রিপশন ফি, অগ্রিম টিকিট বিক্রি, বা রিটেইনার ফি অনার্জিত আয়ের অন্তর্ভুক্ত। অনার্জিত আয় কোম্পানির জন্য অগ্রিম তহবিল নিশ্চিত করে, যা কার্যক্রম পরিচালনায় সহায়ক হয়। তবে, এটি ভবিষ্যৎ প্রতিশ্রুতি পূরণের দায়বদ্ধতাও বহন করে।

সঠিকভাবে অনার্জিত আয় পর্যবেক্ষণ আর্থিক প্রতিবেদন তৈরি ও নিয়ম-নীতি মানার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি কোম্পানির আর্থিক স্থিতি ও গ্রাহকদের কাছে দায়বদ্ধতার একটি প্রতিফলন শেয়ারহোল্ডারদের কাছে পৌছে দিতে সাহায্য করে।

Next to read