Valuation of Bonds and Stocks

1265

স্টক ও বন্ডের ভ্যালুয়েশন বলতে মূলত স্টক বা বন্ডের প্রকৃত মূল্য বের করাকে বোঝানো হয়। অনেকসময় মার্কেটে অতিরিক্ত চাহিদা বা অন্য কোনো ফ্যাক্টরের কারণে স্টক বা বন্ড অতিরিক্ত প্রাইসে বিক্রয় হয়ে থাকে। তবে অতিরিক্ত প্রাইসে ক্রয় করলে বিনিয়োগকারীদের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তাই এমন স্টক বা বন্ড খুজে বের করতে হয় যেগুলোর মার্কেট ভ্যালু তার প্রকৃত ভ্যালুর চেয়ে কম বা আন্ডারপ্রাইসড। আর এই কাজেই বিনিয়োগকারীদের সাহায্য করে ভ্যালুয়েশনের বিভিন্ন মেথড।

যারা স্টক ও বন্ড মার্কেটে ভালো পারফর্ম করতে চান তাদের প্রত্যেককে অবশ্যই স্টক ও বন্ড ভ্যালুয়েশনের মাস্টার হতে হবে। ভ্যালুয়েশন হচ্ছে মূলত কোনো স্টক বা বন্ডের ইন্ট্রিন্সিক ভ্যালু বা অন্তর্নিহিত মূল্য বের করার উপায়। এই ভ্যালু এই কারণে বের করতে হয়, কারণ স্টকের অন্তর্নিহিত মূল্য তার মার্কেট প্রাইসের থেকে কম/বেশি হতে পারে। ভ্যালুয়েশন করার মাধ্যমে ইনভেস্টররা বুঝতে পারেন যে কোনো স্টক বা বন্ড কি ওভারপ্রাইসড নাকি আন্ডারপ্রাইসড।

Next to read