ভেঞ্চার ক্যাপিটাল (Venture Capital)
Last edited: December 25, 2024
ব্যবসায় ইক্যুইটির বিনিময়ে উচ্চ-প্রবৃদ্ধির সম্ভাবনা আছে এমন ছোট ব্যবসায় বা স্টার্টআপের অর্থায়নের জনপ্রিয় একটি পদ্ধতি হচ্ছে ভেঞ্চার ক্যাপিটাল। এটি ব্যবসায়ের প্রাথমিক পর্যায়ের তহবিলের একটি গুরুত্বপূর্ণ উৎস, বিশেষ করে যখন ব্যাংক ঋণের মতো প্রচলিত অর্থায়নের অপশনগুলো পাওয়া যায় না।
উদাহরণস্বরূপ, ফেসবুক এবং উবারের মতো অনেক প্রযু ক্তিজায়ান্ট তাদের যাত্রার শুরুতে ভেঞ্চার ক্যাপিটালের সাহায্য পেয়েছে। ভেঞ্চার ক্যাপিটাল ফার্মগুলো মালিকানার শেয়ারের বিনিময়ে বিনিয়োগ করে এবং প্রায়শই মেন্টরশিপ এবং নেটওয়ার্কিংয়ের সুযোগ প্রদান করে। এসব নতুন ব্যবসায় বা পণ্যের সাথে অনেক বেশি পরিমাণ ঝুকিঁ জড়িত থাকে, তাই ট্রেডিশনাল আর্থিক প্রতিষ্ঠান থেকে এসব ব্যবসায়ে ঋণ প্রদান করা হয় না।
অন্যদিকে, ভেঞ্চার ক্যাপিটাল এসব প্রতিষ্ঠানকে অর্থায়ন সরবরাহ করার মাধ্যমে অনেক বেশি ঝুকিঁ বহন করে, আবার অনেক বেশি রিটার্ন’ও পেয়ে থাকে। সফল ভিসি বিনিয়োগ কোম্পানি এবং বিনিয়োগকারী উভয়ের জন্য উল্লেখযোগ্য মুনাফা বয়ে আনতে পারে। এই অর্থায়ন পদ্ধতি উদ্যোক্তাদের তাদের আইডিয়া বড় পরিসরে বাস্তবায়নের সুযোগ করে দিয়ে উদ্ভাবনকে ত্বরান্বিত করে।