কার্যকরী মূলধন (Working Capital)
Last edited: December 1, 2024
কার্যকরী মূলধন হলো একটি আর্থিক সূচক, যা কোম্পানির বর্তমান সম্পদ (current assets) এবং বর্তমান দায়ের (current liabilities) মধ্যে পার্থক্য নির্দেশ করে। এটি একটি ব্যবসায়ের স্বল্পমেয়াদী তারল্য ও অপারেশনাল এফিশিয়েন্সিকে বোঝায়। যথাযথ কার্যকরী মূলধন ইঙ্গিত দেয় যে কোম্পানি তাদের স্বল্পমেয়াদী দায় মেটাতে এবং দৈনন্দিন কার্যক্রম পরিচালনা করতে সক্ষম।
অপর্যাপ্ত কার্যকরী মূলধন আর্থিক চ্যালেঞ্জ বা বাইরের অর্থায়নের ওপর নির্ভরশীলতার নির্দেশ করতে পারে। কার্যকরী মূলধন ব্যবস্থাপনায় মজুদ পণ্য ব্যবস্থাপনা, দ্রুত প্রাপ্য অর্থ সংগ্রহ, এবং ব্যয় নিয়ন্ত্রণ অন্তর্ভুক্ত। উদাহরণস্বরূপ, একজন খুচরা বিক্রেতা পর্যাপ্ত মজুদ বজায় রেখে সময়মতো সরবরাহকারীদের অর্থ প্রদান করে কার্যকরী মূলধনের সঠিক ব্যবহার প্রদর্শন করতে পারে। তাই কার্যকরী মূলধন একটি কোম্পানির আর্থিক স্বাস্থ্য এবং কার্যক্রম বজায় রাখার ক্ষমতার একটি গুরুত্বপূর্ণ সূচক।