জিরো-কুপন বন্ড হল এমন এক ধরনের ঋণপত্র, যা নিয়মিত সুদ (কুপন) প্রদান করে না। এগুলো নির্ধারিত মূল্যের চেয়ে উল্লেখযোগ্য ছাড়ে ইস্যু করা হয়। বিনিয়োগকারীরা বন্ডের মেয়াদ শেষে বন্ডের গায়ে লেখা অর্থ ফেরত পান, এবং সেই মূল্যের সঙ্গে ক্রয়ের মূল্যের পার্থক্যই তাদের লাভ।
উদাহরণস্বরূপ, একটি জিরো-কুপন বন্ডের ফেইস ভ্যালু ১,০০০ টাকা হলেও এটি ৮০০ টাকায় বিক্রি হতে পারে। মেয়াদ শেষে বিনিয়োগকারী ১,০০০ টাকা পান, যেখানে ২০০ টাকা তার লাভ।
এই ধরনের বন্ড দীর্ঘমেয়াদি আর্থিক লক্ষ্য যেমন শিক্ষার জন্য তহবিল গঠন বা অবসরকালীন পরিকল্পনার জন্য আদর্শ। যেহেতু এগুলো নিয়মিত আয় সরবরাহ করে না, তাই সুদের হারের পরিবর্তনের প্রতি জিরো-কুপন বন্ড অত্যন্ত সংবেদনশীল। সুদের হার বাড়লে বা কমলে এর মূল্য উল্লেখযোগ্যভাবে ওঠানামা করে। নির্ধারিত আয়ের নিশ্চয়তা এবং পুনর্বিনিয়োগের ঝুঁকি কমানোর জন্য বিনিয়োগকারীরা এই বন্ডগুলো ব্যবহার করে থাকেন।