সম্পদ, দায় এবং ইক্যুইটি

1164
article image

সম্পদ, দায় এবং স্টকহোল্ডার ইকুইটি এই তিনটিকে ঘিরেই হিসাব বিজ্ঞানের মূল ভিত্তি ঘটিত। সম্পদ বলতে আমরা সেই সকল জিনিসকে বুঝে থাকি যেগুলো আপনি কাজে লাগাতে পারবেন যেমন টাকা । দায় বলতে আমরা সে সকল বিষয়কে বুঝিয়ে থাকি যখন আপনি কারো কাছে কোন কিছুর জন্য দায়ী থাকবেন। যেমন আপনি যদি কোন ব্যাংক থেকে লোন নিয়ে থাকেন তাহলে আপনি ব্যাংকের কাছে ঋণী। এবং সবশেষে স্টক হোল্ডার ইকুইটি সেটি হচ্ছে আপনার এসেট থেকে দায় যদি আপনি বাদ দিয়ে থাকেন তাহলে যেটি অবশিষ্ট থাকে।

Key Points

  • সম্পদ= দায় + ইক্যুইটি ; একটি কোম্পানির সম্পদ সবসময় তার দায় এবং স্টকহোল্ডার ইক্যুইটির সমষ্টির সমান হবে
  • সম্পদ হলো যেইসকল জিনিস আপনি ব্যবহার করে বর্তমান এবং ভবিষ্যতে উপকৃত হতে পারবেন।
  • দায় হচ্ছে সে সকল জিনিস যেগুলোর জন্য আপনি কারো আছে ঋণী হয়ে যাবেন।
  • একটি কোম্পানি আয় করার পরে এবং তার সম্পূর্ণ দেনা পরিশোধ করার পর তার কাছে যেটি অবশ্যই থাকে সেটি হচ্ছে স্টকহোল্ডার ইক্যুইটি কিংবা ব্যক্তির মালিকানা।
  • সম্পদ দুটি ভাগে ভাগ করা যায় একটি হচ্ছে বর্তমান সম্পদ যেগুলি আপনাকে এক বছরের মধ্যে রিটার্ন প্রদান করবে অথবা দীর্ঘমেয়াদী সম্পদ যেটি থেকে আপনি এক বছরের অধিক সময় পরে রিটার্ন পাবেন।
  • দায়কে ও দুটি ভাগে ভাগ করা যায় এটি হচ্ছে স্বল্প মেয়াদী দায় যেখানে আপনাকে এক বছরের মধ্যে দেনা পরিশোধ করতে হবে এবং দীর্ঘ মেয়াদী দায় যেখানে দেনা পরিশোধের জন্য আপনার কাছে এক বছরের থেকে অধিক সময় থাকবে।
  • সম্পদ, দায় এবং স্টকহোল্ডার ইক্যুইটি একটি হিসাব খাতার যে অংশে লিখিত হয়ে থাকে তাকে বলা হয়ে থাকে ব্যালেন্স শিট।

সম্পদ, দায় এবং ইক্যুইটি

সম্পদ, দায় এবং মালিকের ইক্যুইটি একটি কোম্পানির আর্থিক কাঠামোর মৌলিক উপাদান। সম্পদ কোম্পানির মালিকানাধীন অর্থনৈতিক সম্পদের প্রতিনিধিত্ব করে, যখন দায়গুলি বহিরাগত দলগুলির কাছে এর আর্থিক বাধ্যবাধকতা নির্দেশ করে। অন্যদিকে মালিকের ইক্যুইটি হলো দায় বাদ দেওয়ার পর সম্পদের অবশিষ্ট অংশ যেটি কোম্পানির নেট সম্পদের উপর শেয়ারহোল্ডারদের দাবিকে প্রতিফলিত করে। একসাথে, এই উপাদানগুলি একটি কোম্পানির আর্থিক স্বাস্থ্য বোঝার ভিত্তি তৈরি করে এবং এর আর্থিক অবস্থান এবং কর্মক্ষমতা সম্পর্কে গুরুত্বপূর্ণ ধারণা প্রদান করে।

সম্পদ = দায় + ইক্যুইটি

সম্পদ (Asset)

সম্পদ হলো সেইসকল বস্তু যেগুলো আপনি ব্যবহার করে বর্তমানে এবং ভবিষ্যতে উপকৃত হবেন । ধরুন, টাকা হচ্ছে একধরনের সম্পদ যেটি দিয়ে আপনি বিভিন্ন বস্তু ক্রয় করতে পারবেন। আবার ধরুন আপনার একটি দোকান আছে সেখানে আপনি বিভিন্ন জিনিস বিক্রয় করেন তাহলে সেই দোকানটি ব্যবহার করে আপনি উপকৃত হচ্ছেন। তাহলে সেই দোকানটি আপনার জন্য একটি সম্পদ।আরো কিছু উদাহরণ সম্পদ এর হলোঃ

ইনভেন্টরি ( Inventory)

যেখানে দোকানের সামগ্রী গূলো জমা রাখা হয় ভবিষ্যতে বিক্রয় এর জন্য

পাওনা (Accounts Receivables)

আপনি যদি কারো কাছ থেকে টাকা পান

জায়গা, জমি ( Land, Property)

এগুলো আপনি পরবর্তীতে কাজে লাগাতে পারবেন যেমন জমিতে বিল্ডিং বানাতে পারবেন এবং দালান ভাড়া দিতে পারবেন।

বিভিন্ন যন্ত্রপাতি (Equipment and Supplies)

যেগুলো ব্যবহার করে আপনি আপনার দোকানের পণ্য ও মালামাল ঠিক করতে পারবেন অথবা সেইসকল পণ্য যেগুলো আপনি বিক্রি করতে পারবেন।

বিভিন্ন ঔষধ কোম্পানি কিংবা লেখকরা এটি ব্যবহার করে যাতে করে কেউ তাদের প্রোডাক্ট কপি করে বাজারে বিক্রয় করতে না পারে

ইন্স্যুরেন্স (Insurance)

জীবন বীমা ব্যবহার করে আপনি ভবিষ্যতে ক্ষতির সম্মুখ হলে কোম্পানি আপনার ক্ষতিপূরণ দিবে।

প্রিপেইড ব্যয় ( Prepaid Expense)

প্রিপেইড এক্সপেন্স এর জন্য আপনি প্রথমে অর্থ প্রদান করেন এবং পরবর্তীতে তার সুবিধা ভোগ করেন যেমন বীমা বা ইন্সুরেন্স বা আপনি যখন আপনার ফোনে মোবাইল রিচার্জ করেন।

উপরে আপনাদের যে সকল উদাহরণ গুলি দেয়া হয়েছিল সেগুলো সেগুলো হচ্ছে সম্পদের কিছু ধরন।

ব্যালেন্স শীট এর মধ্যে একটি কোম্পানির সম্পদ, দায় এবং স্টক হোল্ডার ইকুইটি কোন কোন সেক্টরে এবং কি পরিমাণে আছে সেটি দেখানো হয়।

ব্যালেন্স শিট খুব ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন আপনার সম্পদের তালিকা চারটি ভাগে ভাগ করা হয়েছে। এখানে সবগুলি সম্পদ কিন্তু সবগুলোর বিভিন্ন রকমের বৈশিষ্ট্য রয়েছে আমরা এগুলি সম্পর্কে ভবিষ্যতে আরো বিস্তারিত জানব। আপাতত আমরা সবগুলোকে যদি একসাথে দেখি তাহলে দেখবেন আপনাদের উপরে ছকে বর্ণনা করা যেসকল সম্পদের উদাহরণ গুলো ছিল সেগুলো এখানে ব্যবহার করা হয়েছে। যেমন টাকা, একাউন্ট রিসিভেবল অর্থাৎ কোম্পানী কারো থেকে টাকা পাচ্ছে, সাপ্লাইজ অথবা বস্তু যেটি কোম্পানি ব্যবহার করছে, জমি, দালান, বিভিন্ন ধরনের ইকুইপমেন্ট অথবা যন্ত্রপাতি, এবং ইনটেনজিবল অ্যাসেট যেগুলি হচ্ছে পেটেন্ট অথবা কপিরাইট।

সম্পদ কে আবার ২ ভাগে দেখা যায়

বর্তমান সম্পদ

বর্তমান সম্পদ যেগুলো আপনি সর্বোচ্চ একবছরের মধ্যে টাকায় রূপান্তর করতে পারবেন।

ধরুন আপনি কি দোকান চালাচ্ছেন, তাহলে আপনার ইনভেন্টরি বা ওয়ারহাউসে আপনি আপনার পণ্য রাখেন। শিবের হাউসের পণ্য বিক্রি হতে সময় লাগে সর্বোচ্চ ১ মাস কিংবা ২ মাস অথবা এর থেকে কম সময়। যেহেতু এক বছরের ভিতরে আপনার সকল পণ্য বিক্রি হয়ে যাচ্ছে এবং এর বিনিময়ে আপনি অর্থ পাচ্ছেন তাহলে ইনভেন্টরি হচ্ছে আপনার স্বল্পমেয়াদি সম্পদ।

উপরের ছবিটি লক্ষ্য করে দেখেন তাহলে দেখতে পাবেন সেখানে বর্তমান সম্পদের কিছু উদাহরণ দেয়া রয়েছে যেমন টাকা, অ্যাকাউন্ট রিসিভেবল, ইনভেন্টরি,

স্বল্পমেয়াদী বিনিয়োগ। আপনি এগুলো সবগুলি থেকে এক বছরের মধ্যে আপনার রিটার্ন কিংবা প্রফিট জেনারেট করতে পারবেন তাই এগুলি হচ্ছে স্বল্পমেয়াদি সম্পদের তালিকায় অন্তর্ভুক্ত।

স্থায়ী সম্পদ

স্থায়ী সম্পদ যেগুলো থেকে একবছরের মধ্যে কোনো রকম রিটার্ন আশা করা হয় না।

যেমন গবেষনা খাতে আপনি টাকা দিলে সেখান থেকে রিটার্ন পেতে আপনার ১ বছরের থেকে বেশি সময় লাগবে। আরো কিছু উদাহরণ হিসেবে ভূমি, দালান, যানবাহন, বিভিন্ন যন্ত্রপাতি, দীরঘমেয়াদী ইনভেস্টমেন্ট।

দায়(Liability)

দায় হচ্ছে যখন আপনি কোনো কিছুর জন্য কারো কাছে দেনা কিংবা ঋণী হয়ে যাবেন।

ধরুন আপনি ব্যাংক থেকে টাকা ধার নিলেন। তাহলে আপনি ব্যাংক কে প্রতি মাসে অথবা বছরে সুদ দিবেন। এভাবে আপনি ব্যাংক এর কাছে দায়বব্ধ হয়ে গেলেন। আরো কিছু দায় এর উদাহরণ হলো

অনর্জিত উপার্জন(Unearned Revenue)

যখন আপনি কাজ করার পূর্বেই টাকা পেয়ে যান। সেক্ষেত্রে আপনি দায়বদ্ধ হয়ে যান সামনের মানুষের কাছে। কারণ সে আপনাকে টাকা প্রদান করে দিয়েছে এবং এখন আপনাকে তার কাজটি করতে হবে

নোটস পেয়েবল (Notes Payable)

নোটস পেয়েবল হচ্ছে দীর্ঘমেয়াদী দায় যখন আপনি ব্যাংক কিংবা কোন প্রতিষ্ঠানের কাছ থেকে অর্থ ধার নিয়ে থাকে

অ্যাকাউন্টস পেয়েবল

একাউন্টস পেয়েবল হচ্ছে স্বল্প মেয়াদী দায়, যখন আপনি কোন ব্যক্তির কাছে দেনা হয়ে থাকেন। ধরুন আপনি কারো কাছ থেকে পণ্য ধারে ক্রয় করে পরবর্তীতে সেটা বিক্রয় করছেন তাহলে আপনি যার থেকে ধার নিয়েছেন তার কাছে আপনি ঋণী এবং এটি Accounts Payable.

ট্যাক্স পেয়েবল ( Tax Payable)

আপনাকে সরকারের কাছে কর প্রদান করতে হয় তাহলে আপনি সরকারের কাছে করের জন্য দায়বদ্ধ।

বণ্ডস পেয়েবল ( Bonds Payable)

সরকার কিংবা প্রতিষ্ঠানগুলো মাঝে মাঝে বন্ড বাজারে ছেড়ে থাকে যে বন্ড গুলোর জন্য একটি নির্দিষ্ট পরিমাণের সুদ তাদের ক্রেতাদের প্রদান করতে হয়।

অর্জিত দায় ( Accrued Liability)

যখন আপনি কোন কিছু ব্যবহার করে ফেলেন এবং সেটি টাকা আপনার দেয়া বকেয়া রয়ে যায়। ধরুন আপনার বাসার ইলেকট্রিকের বিল। আপনি প্রথমে একমাস বিদ্যুৎ উপভোগ করে থাকেন এবং পরবর্তীতে মাস শেষে আপনাকে তার জন্য পে করতে হয়।

স্বল্পমেয়াদী ঋণ যেটি তাকে এক বছরের মধ্যে পূরণ করতে হবে, দীর্ঘমেয়াদী যার একটি অংশ তাকে এই বছর প্রদান করতে হবে, কমপেনসেশন এবং বেনিফিট বলতে তার কোম্পানিতে কাজ করা যেসকল কর্মীরা রয়েছে তাদের সেলারির পাশাপাশি তাদেরকে ভর্তুকি দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও উল্লেখ করা হয়েছে উপরের বর্ণিত ছকের মতো বন্ডস পেয়েবল, ট্যাক্স পেয়েবল, নোটস পেয়েবল, এবং ডেফারড রেভিনিউ যেটি হচ্ছে অনর্জিত লাভের (Unearned Revenue) এর প্রতিশব্দ।

সম্পদের মতো দায় ও ২ টি ভাগে ভাগ করা যায়

বর্তমান দায়

একটি হচ্ছে বর্তমান দায় যেটি আপনাকে ১ বছরের মধ্যে পূরণ করতে হবে।

ধরুন আপনি আপনার বন্ধুর কাছ থেকে কিছু টাকা ধার দিবেন এবং বললেন আমি তোমাকে এই টাকাটি দুই মাস অথবা তিন মাসের মধ্যে ফেরত দিব। এই যে এক বছরের কম সময়ে তাকে ফেরত দিতে হবে তাই এটি হচ্ছে আপনার বর্তমান দায়।

দীর্ঘ মেয়াদী

আরেকটি হচ্ছে দীর্ঘ মেয়াদী দায় যেটি পে করতে আপনাকে ১ বছরের বেশি সময় দেওয়া হবে।

যেমন এই যে বিশ্বে দেশগুলো রয়েছে তারা যখন আইএমএফ কিংবা বিশ্বব্যাংকের কাছ থেকে ঋণ নিয়ে থাকে তখন তাদেরকে এই ঋণের টাকা শোধ করতে এক বছরের থেকেও অধিক সময় দেয়া হয়ে থাকে তাই এটি হচ্ছে দীর্ঘ মেয়াদী দায়।

সম্পদের মত আপনি যদি উপরে দায়ের যে তালিকা রয়েছে সেটি দেখেন তাহলে দেখবেন বর্তমান দায় এর কিছু উদাহরণ কিছু রয়েছে এবং বাকি যাই রয়েছে সব দীর্ঘমেয়াদী দায়ের অন্তর্ভুক্ত।

ইক্যুইটি

আপনি যদি শুরুর দিকের গাণিতিক সমীকরণ লক্ষ্য করেন তাহলে দেখবেন যে সম্পদ থেকে দায় বাদ দেওয়া হলে যেটি অবশিষ্ট থাকে সেটিই তাহলে স্টকহোল্ডার ইক্যুইটি। একটি কোম্পানি এক বছর আয়ের পর তার ঐ বছরের সম্পূর্ণ দেনা পরিশোধ করে দেওয়ার পর তার কাছে যেটি থাকে সেটিই হচ্ছে তার মালিকানা ইক্যুইটি। স্টক হোল্ডার ইক্যুইটি ব্যবহার করে একটি কোম্পানি কতটুকু মূল্যবান সেটি নির্ণয় করা হয়। এটির কয়েকটি ভাগ রয়েছে।

রিটেইন্ড আরনিং (Retained Earnings)

কোম্পানির একটি মৌলিক অংশ যা বছর বছর ধরে অর্জিত নেট লাভের সংক্রিয়ামিত বা সংরক্ষিত অংশ

কমন্সটক (Common Stock)

কোম্পানি তার মালিকানার একটি নিরদিষ্ট অংশ তার ভাগ করে বাজারে বিক্রেতাদের কাছে বিক্রি করে এবং ক্রেতারা একটি নির্দিষ্ট অর্থের বিনিময় তারা কোম্পানির সে মালিকানা টি কিনে নেয়।

প্রেফারড স্টক (Preferred Stock)

কম স্টক এর মত প্রেরেফার্ড স্টক হচ্ছে ঠিক একই রকমভাবে কোম্পানির মালিকানা কেনা কিন্তু কমন স্টক এর থেকে এর কি কিছুটা আলাদা কারণ এখানে যারা স্টক কিনে থাকে তারা কিছু বিশেষ সুবিধা পেয়ে থাকে আবার কিছু সুবিধা থেকে বঞ্চিত হয়।

নগদ তহবিল (Treasury Stock)

মাঝে মাঝে কোম্পানিগুলো বাজারে ছাড়া স্টক গুলোকে পুনরায় কিনে নেয় এবং কেনার পর তার স্টক গুলোকে যে জায়গায় জমা রাখে সেটি হচ্ছে নগদ তহবিল

উপসংহার

উপরোক্ত বিষয়গুলোর সাথে আমরা নিত্যদিন মোকাবেলা করে থাকি, তাই এগুলো সম্পর্কে আমাদের মৌলিক ধারণা থাকা প্রয়োজন। সম্পদ, দায় এবং স্টক হোল্ডার ইক্যুইটি এগুলোর সম্পর্কে আমাদের যদি ধারণা থেকে থাকে তাহলে আমরা ব্যক্তিগত জীবনে আর্থিক ব্যবস্থাপনা, আর্থিক পরিকল্পনা, বিনিয়োগ ও তার ঝুঁকি সম্পর্কিত বিষয়সমূহে ভালো সিদ্ধান্ত গ্রহণ করতে পারবো 
 
 
 
 
 


  • Kieso Principle of Accountings
  • https://digit.business/financial-literacy/
Next to read
Canvas & Methods
লিন ক্যানভাস মডেল (Lean Canvas Model)
লিন ক্যানভাস মডেল (Lean Canvas Model)

লিন ক্যানভাস মডেল মূলত একটি এক পৃষ্ঠার নয়টি ব্লকের মাধ্যমে তৈরি করা সমস্যা-সমাধান ভিত্তিক মডেল যা একটি আইডিয়াকে ব্যবসায়ে রুপান্তরিত করতে কিংবা স্টার্টআপ এর প্রসারে সহায়তা করে। এই মডেলটি মূলত স্টার্টআপ লেভেলের ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোর জন্য যুগান্তকারী মডেল হিসেবে কাজ করে যেকারণে অনেক বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান ও তাদের শুরুর দিকে এই মডেলটি ব্যবহার করে নানাভাবে উপকৃত হয়েছে।

ফ্রিমিয়াম মডেল (Freemium Model)
Business Models
ফ্রিমিয়াম মডেল (Freemium Model)
লোগো ব্যবহারের সুবিধা অসুবিধা (Pros and Cons of Logo Usage)
Logo
লোগো ব্যবহারের সুবিধা অসুবিধা (Pros and Cons of Logo Usage)
নিট মুনাফা (net profit) সংজ্ঞা, সূত্র এবং কিভাবে হিসাব করবেন
Business
নিট মুনাফা (net profit) সংজ্ঞা, সূত্র এবং কিভাবে হিসাব করবেন
অর্থনীতি কী?
Economics
অর্থনীতি কী?
ব্যষ্টিক অর্থনীতি বা Micro Economics কী?
Economics
ব্যষ্টিক অর্থনীতি বা Micro Economics কী?
সেলস ফানেল বা বিক্রয় ফানেল কি?
Sales
সেলস ফানেল বা বিক্রয় ফানেল কি?
ই-কমার্স: অনলাইন ব্যবসা
E-Commerce
ই-কমার্স: অনলাইন ব্যবসা
সেলস টার্গেট অর্জনের জন্য ১০টি বডি ল্যাঙ্গুয়েজ টিপস
Sales
সেলস টার্গেট অর্জনের জন্য ১০টি বডি ল্যাঙ্গুয়েজ টিপস
ব্র্যান্ড আর্কিটেকচার কী? সংজ্ঞা, মডেল এবং উদাহরণ
Branding
ব্র্যান্ড আর্কিটেকচার কী? সংজ্ঞা, মডেল এবং উদাহরণ