কি ওয়ার্ড রিসার্চ এবং সিলেকশন

456
article image

কীওয়ার্ড রিসার্চ হল এসইও (সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান) এর একটি মৌলিক দিক এবং আপনার ওয়েবসাইটে অর্গানিক ট্র্যাফিক ড্রাইভ করার ক্ষেত্রে অন্যতম একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজি। সঠিক কীওয়ার্ড নির্বাচন করে, আপনি কার্যকরভাবে আপনার দর্শকদের টার্গেট করতে পারবেন এবং সার্চ ইঞ্জিনে আপনার ওয়েবসাইটের Visibility উন্নত করতে পারবেন।

Key Points

  • সঠিক দর্শকদের আকৃষ্ট করতে, কনটেন্ট বা ব্যবসার সাথে প্রাসঙ্গিক কীওয়ার্ড ব্যবহার করে ওয়েবসাইট এর ভিজিবিলিটি বাড়িয়ে নিচ্ছে ব্যবসায়ী রা একটি ডিসেন্ট সার্চ ভলিউম কি ওয়ার্ড সিলেকশন এর মাধ্যমে ডিজিটাল মার্কেটিং কে এডভান্স পর্যায়ে নিয়ে গিয়েছে
  • র‍্যাঙ্কিংয়ের সম্ভাবনা ডেভেলপ করতে কম্পিটিটর রিসার্চ এবং এনালাইসিস গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে লং-টেইল কীওয়ার্ড আরো বেশি এসইও rank পাচ্ছে ওয়েবসাইট গুলো
  • বর্তমানে, আধুনিক কীওয়ার্ড টুলস, গুগল কীওয়ার্ড প্ল্যানার, SEMrush, বা Ahrefs-এর মতো টুল ব্যবহার করে কম সময়ে কীওয়ার্ড খুঁজে বের করা এবং মূল্যায়ন করা সম্ভব হচ্ছে।

কি-ওয়ার্ড রিসার্চ কি

কীওয়ার্ড রিসার্চ, সার্চ ইঞ্জিন অ্যালগরিদমের পরিবর্তনের কারণে উল্লেখযোগ্য বিবর্তনের মধ্য দিয়ে গেছে। অতীতে, সার্চ র‍্যাঙ্কিং বাড়ানোর জন্য কীওয়ার্ড স্টাফিং এবং relevant কীওয়ার্ড ছিল সাধারণ প্র্যাকটিস। কিন্তু বর্তমানে আধুনিক সব কি ওয়ার্ড রিসার্চ কৌশল, সিলেকশন টুলস লঞ্চ হয়েছে। যার কারণে মার্কেটিং, অর্গানিক ট্রাফিক এখন এডভান্স পর্যায়ে চলে এসেছে।

কীওয়ার্ড হল একটি নির্দিষ্ট শব্দ বা বাক্যাংশ যা একটি ডকুমেন্ট, ওয়েবপেজ বা কন্টেন্টের মূল বিষয় বা কোনো বিশেষ অংশ উপস্থাপন করতে ব্যবহৃত হয়। প্রাসঙ্গিক তথ্য খুঁজে বের করা এবং সনাক্ত করার জন্য সার্চ ইঞ্জিন এবং প্রোগ্রামিং ভাষায় প্রায়শই কীওয়ার্ড ব্যবহার করা হয়।

কীওয়ার্ড রিসার্চ হল সবচেয়ে উপযুক্ত এবং প্রাসঙ্গিক কীওয়ার্ডগুলি আইডেন্টিফাইং এবং সিলেকশন প্রসেস। যা আমরা অনলাইনে তথ্য, পণ্য বা সার্ভিস অনুসন্ধান করার সময় ব্যবহার করে থাকি। এটি সার্চ ইঞ্জিন অপ্টিমাইজেশান (SEO) এবং অনলাইন মার্কেটিং স্ট্র্যাটেজি গুলোর একটি গুরুত্বপূর্ণ স্টেপ।

সাধারণত যখন কোন কীওয়ার্ড অনুসন্ধান করা হয় তখন এর সার্চ ভলিউম ডিটেক্ট করা হয়। এবং ব্যবসায়র এবং ব্রান্ডের নির্মাতারা তাদের ওয়েবসাইট এবং কন্টেন্ট সার্চ ইঞ্জিন রেজাল্ট এ হায়ার পজিশন দেয়ার জন্য এগুলো ব্যবহার করে। সঠিক কি-ওয়ার্ড ব্যাবহার করতে পারলে অনলাইন প্ল্যাটফর্মগুলিতে আরও বেশি অর্গানিক ট্র্যাফিক ড্রাইভ করা সম্ভব।

মনে করুন আপনি টি-শার্ট নিয়ে কাজ করছেন৷ আপনি যখন প্রচারণার জন্য কনটেন্ট পাবলিশ করবেন এখানে আপনার মূল কি-ওয়ার্ড হল টি-শার্ট। কারণ, এটা আপনার কাজের উদ্দেশ্য কে ব্যখা করে।

এখন আপনি অনলাইন খুঁজে দেখলেন লোকেরা এর সাথে প্রাসঙ্গিক কি কি জিনিস সার্চ করছে৷ এরপর আপনি হ্যান্ড মেইড টি-শার্ট, গার্লস টি-শার্ট, বাচ্চাদের টি-শার্ট এমন অনেক রিলেটেড কি-ওয়ার্ড কনটেন্ট এ এড করে দিলেন। মূলত এটাই ছিল আপনার কি ওয়ার্ড রিসার্চ কৌশল।

কি ওয়ার্ড রিসার্চ সিলেকশন প্রক্রিয়া

১. আপনার বিজনেসের লক্ষ বুঝুন (Understand Your Business and Goals)

প্রথমেই আপনার বিজনেস এর মূল উদ্দেশ্য, পন্য সেবা এগুলো ডিফাইন করুন। আপনার টার্গেটেড অডিয়েন্স কে এবং তাদের Preferences বুঝুন। কি-ওয়ার্ড সিলেকশনের জন্য কিছু ক্লিয়ার গোল সেট করুন। অর্থাৎ আপনি কি কারণে অথবা কি উদ্দেশ্য কি-ওয়ার্ড রিসার্চ করছেন তা নির্ধারণ করুন। হতে পারে আপনি ওয়েবসাইট এ ট্রাফিক বাড়াতে চান, কিংবা সেলস ড্রাইভ করতে চান, অথবা ব্রান্ড প্রমোশন করতে চান৷ প্রত্যেকটির জন্য আলাদা আলদা কৌশল অবলম্বন করতে হবে।

২. কি ওয়ার্ড গুলো ব্রেইনস্টর্মিং করুন (Brainstorm Seed Keywords)

আপনার বিজনেস এর সাথে রিলেট করে এমন কিছু কি ওয়ার্ড এর একটা তালিকা তৈরি করুন। আপনার ওয়েবসাইট, বিজনেস বা প্রোডাক্ট কে এক্সপ্লেইন করবে মন সব বেসিক কি ওয়ার্ড ব্যবহার করুন৷ এক্ষেত্রে অনেক বেশি ব্রেইনস্টর্মিং করুন, আপনার পরিচিত, কলিগ কিংবা এক্সাপার্ট দের সাথে আলোচনা করুন। কারন যত বেশি প্রাসঙ্গিক কি-ওয়ার্ড হবে, তত বেশি রিচ আসবে।

৩. কি ওয়ার্ড টুলস ব্যাবহার করুন (Expand with Keyword Tools)

কি ওয়ার্ড রিসার্চ টুলস যেমন, গুগল কি ওয়ার্ড প্লানার, SEMrush, Ahrefs, বা Moz কি ওয়ার্ড Explorer ইত্যাদি ব্যবহার করুন। এসব প্লাটফর্মে আপনার সিড কি ওয়ার্ড গুলোর এন্টার করুন এবং সার্চ ভলিউম, কম্পিটিশন এগুলো ডিসকাভার করুন। এই টুলস গুলো আপনাকে সবচেয়ে জনপ্রিয়, রিলেভ্যান্ট এবং কার্যকরী কি ওয়ার্ড গুলোর একটা ইনসাইট দিবে।

৪. সার্চ ইনটেন্ট এনালাইজ করুন (Analyze Search Intent)

কি ওয়ার্ড এর সার্চ ইনটেন্ট বোঝার চেষ্টা করুন। ইউজার রা আসলে কি খুঁজছেন? ইনফরমেশন, প্রোডাক্ট নাকি সল্যুশন? যেহেতু, কি ওয়ার্ড এর ইনফরমেশনাল, নেভিগেশনাল, কমার্শিয়াল কিংবা ট্রানজিশনাল ইনটেন্ট থাকতে পারে। সেহেতু ব্যবহারকারীর সার্চ এর এর ইনটেন্ট বা উদ্দেশ্য টা ডিটেক্ট করার চেষ্টা করুন। এতে করে আপনি আরো এডভান্স কি ওয়ার্ড অপটিমাইজেশন করতে পারবেন।

৫. কি ওয়ার্ড মেট্রিক্স মূল্যায়ন করুন (Assess Keyword Metrics)

প্রতিটি কীওয়ার্ডের সাথে সম্পর্কিত মেট্রিকগুলি মূল্যায়ন (asses) করুন। যেমন সার্চের পরিমাণ, কীওয়ার্ড ডিফিকাল্টি এবং প্রতিযোগিতা। ডিসেন্ট সার্চ ভলিউম এবং Manageable কম্পিটিশন ব্যালেন্স এসব দিক খেয়াল রেখে কি ওয়ার্ড কনফার্ম করুন। যেমন, লং-টেইল কীওয়ার্ড। এগুলে অনেক ভ্যালুয়েবল হতে পারে, কারণ এগুলো আরও একুরেট। ফলে তুলনামূলক বেশি দর্শক আকর্ষণ করতে পারে।

৬. ব্যবহারকারীর ভাষার দিকে লক্ষ রাখুন (Consider User Language)

আপনার টার্গেটেড অডিয়েন্স রা কিভাবে সার্চ করে? তারা কোন ভাষা প্রেফার করে? নিজস্ব লোকাল ভাষা নাকি ইংরেজি তে সার্চ করতে পছন্দ করেন? তারা সচরাচর যেসব ভাষা ব্যবহার করে সেগুলো ব্যবহার করার চেষ্টা করুন। পাশাপাশি সমার্থক শব্দ, রিলেটেড শব্দ ব্যবহার করুন। এগুলো আপনার কনটেন্ট কে পাঠকের সাথে আরো বেশি কানেক্টেড করে এবং সার্চ ইঞ্জিন রেজাল্টেও ভাল ফলাফল দেয়।

৭. কম্পিটিটর এনালাইসিস (Competitor Analysis)

আপনার প্রতিযোগীর ওয়েবসাইট, তাদের টার্গেটেড কি ওয়ার্ড এগুলে এনালাইসিস করুন। তাদের গ্যাপ এবং আপনার অপরচুনিটি খুঁজে বের করুন। এমন কি ওয়ার্ড খুঁজে বের করুন যেগুলো হয়ত আপনার প্রতিযোগী ব্যাবহার করতপ ভুলে গেছে। এসব ট্রিকস আপনার ওয়েবসাইট কে কম্পিটিটরদের থেকে এগিয়ে রাখতে সাহায্য করবে।

৮. অগ্রাধিকার ও গ্রুপ কি ওয়ার্ড Prioritize and Group Keywords

প্রাসঙ্গিকতা এবং অগ্রাধিকার এর উপর ভিত্তি করে কীওয়ার্ড এনলিস্ট করুন। আপনার ওয়েবসাইটের বিভিন্ন বিভাগ বা আপনার ব্যবসার বিভিন্ন দিকগুলির জন্য কীওয়ার্ড গ্রুপ তৈরি করুন। আপনার লক্ষ্য এবং আপনি যে পণ্য তৈরি করার পরিকল্পনা করছেন তার সাথে রিলেটেড কীওয়ার্ডগুলোকে অগ্রাধিকার দিন।

৯. হাই কোয়ালিটি কনটেন্ট (Create High-Quality Content)

আপনার নির্বাচিত কীওয়ার্ডের সাথে সাথে মূল্যবান এবং প্রাসঙ্গিক কন্টেন্ট তৈরি করুন। নিশ্চিত করুন যে আপনার পণ্য টি আপনার গ্রাহকদের সমস্যার সমাধান প্রদান করে, তাদের চাহিদা বুঝে এবং সেগুলো যথাযথ ভাবে পূরণ করে। আর দর্শকদের আকর্ষণ করতে এবং ধরে রাখার জন্য হাই কোয়ালিটি কনটেন্ট অপরিহার্য।

১০. মনিটর এবং রিফাইন (Monitor and Refine)

এনালাইটিক্যাল টুলস ব্যাবহার করে ক্রমাগত আপনার কীওয়ার্ড কর্মক্ষমতা টেস্ট করুন। র‌্যাঙ্কিং, ক্লিক-থ্রু রেট এবং কনভার্সন ট্র্যাক রাখুন। যদি কিছু কীওয়ার্ড কম পারফর্ম করে, তাহলে আপনার কনটেন্ট গুলো রিফাইন অর্থাৎ পরিমার্জন করুন। বা আপনার মার্কেটিং স্ট্র্যাটেজিতে পরিবর্তন আনার চেষ্টা করুন।

উপসংহার

ইফেক্টিভ কীওয়ার্ড রিসার্চ এবং সিলেকশন একটি সফল এসইও এর ভিত্তি তৈরি করে। কি ওয়ার্ড রিসার্চ করে এবং সঠিক একটি কি ওয়ার্ড সিলেকশন করে আপনি আপনার ওয়েবসাইট এর ভিজিবিলিটি বহুগুণ বাড়িয়ে তুলতে পারবেন। পাশাপাশি অর্গানিক ট্রাফিক এবং সেলস ড্রাইভের মত সুবিধা গুলো থাকছেই। তবে, মনে রাখতে হবে, কি ওয়ার্ড এর অতিরিক্ত ব্যবহার, অপ্রাসঙ্গিক এবং অপ্রয়োজনীয় কি ওয়ার্ড ব্যবহার করে কনটেন্ট কোয়ালিটি নষ্ট করা যাবে না। কার্যকর রিসার্চ ও সঠিক সিলেকশনের মাধ্যমে কি ওয়ার্ড ব্যবহার করলে খুব দ্রুত অনলাইন মার্কেটিং ফিল্ডে সফলতা অর্জন করতে পারবেন। 
 
 
 
 
 


  • https://ahrefs.com/blog/keyword-research/
  • https://mailchimp.com/resources/how-to-do-keyword-research/
  • https://influencermarketinghub.com/glossary/keyword-research/
Next to read
Canvas & Methods
সোশ্যাল ইম্প্যাথি ম্যাপিং (Social Empathy Mapping)
সোশ্যাল ইম্প্যাথি ম্যাপিং (Social Empathy Mapping)

ইম্প্যাথি ম্যাপিং মূলত একধরনের ট্যুলস। এটি গ্রাহকদের ভাবনা-চিন্তা, দৃষ্টিভঙ্গি, অনুভব, উপলব্ধি সহ নানাবিধ তথ্য, উপাত্ত এর সমন্বয়ে গঠিত সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত একটি চার্ট। উল্লেখিত বিষয় সমূহ সম্পর্কিত তথ্য উপাত্তের খুব চমৎকার একটা ভিজ্যুয়াল রিপ্রেজেন্টেশন পাওয়া যায় এই ইম্প্যাথি ম্যাপিং এর মাধ্যমে। যা মূলত আপনার কাঙ্ক্ষিত গ্রাহককে ভালভাবে বুঝতে সহায়তা করে।

লিন ক্যানভাস মডেল (Lean Canvas Model)
Canvas & Methods
লিন ক্যানভাস মডেল (Lean Canvas Model)
Needs, Wants, Demands (প্রয়োজন, চাওয়া এবং চাহিদা)
Business
Needs, Wants, Demands (প্রয়োজন, চাওয়া এবং চাহিদা)
নিট মুনাফা (net profit) সংজ্ঞা, সূত্র এবং কিভাবে হিসাব করবেন
Business
নিট মুনাফা (net profit) সংজ্ঞা, সূত্র এবং কিভাবে হিসাব করবেন
বিনিয়োগ কি? বিনিয়োগের ধরণ এবং উদাহরণ
Investment
বিনিয়োগ কি? বিনিয়োগের ধরণ এবং উদাহরণ
ব্রেটন উডস এগ্রিমেন্ট
Agreement
ব্রেটন উডস এগ্রিমেন্ট
ভেঞ্চার ক্যাপিটাল
Investment
ভেঞ্চার ক্যাপিটাল
সিঙ্গেল ব্রান্ডেড ই-কমার্স (Single Branded E-commerce)
E-Commerce
সিঙ্গেল ব্রান্ডেড ই-কমার্স (Single Branded E-commerce)
SEO (Search Engine Optimization for Websites)
Digital Marketing
SEO (Search Engine Optimization for Websites)
অংশীদারি ব্যবসা কি এবং কিভাবে বাংলাদেশে অংশীদারি ব্যবসা করা যায়?
Business Law
অংশীদারি ব্যবসা কি এবং কিভাবে বাংলাদেশে অংশীদারি ব্যবসা করা যায়?