ভেঞ্চার ক্যাপিটাল
Last edited: October 9, 2023
ভেঞ্চার ক্যাপিটাল (Venture Capital) হল উচ্চ প্রবৃদ্ধির (Growth) সম্ভাবনা রয়েছে এবং বিজনেস স্কেল করার জন্য আরো মূলধন প্রয়োজন এরকম উদীয়মান স্টার্ট-আপগুলির জন্য এক ধরণের প্রাইভেট ইক্যুইটি। এরকম ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলি ইক্যুইটির বিনিময়ে স্টার্ট-আপদের তহবিল দেওয়ার জন্য বিনিয়োগকারীদের থেকে অর্থ জমা করে, এছাড়াও স্টার্ট-আপ বিজনেসের কৌশলসমূহ (Strategies) তৈরী করতে নিজেদের ভূমিকা ও দক্ষতাও প্রদান করে থাকে। যেসব কোম্পানির $100,000 থেকে $25million এর মতো বড় তহবিল দরকার হয় তাদের জন্য এই ভেঞ্চার ক্যাপিটাল সংস্থাগুলো ভালো একটি অপশন। তবে ভেঞ্চার ক্যাপিটাল বিনিয়োগ নিতে হলে এর আবেদন করার জন্য, প্রথমে অবশ্যই আপনাকে একটি সঠিক ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম খুঁজে বের করতে হবে, আপনার কোম্পানিকে পিচ (Pitch) করতে হবে এবং পরিশ্রমের সাথে ফার্মের যথাযথ প্রক্রিয়াটি পাশ করতে হবে। ভেঞ্চার ক্যাপিটাল এর এসব খুঁটিনাটি বিষয়গুলোই আজকে আমরা জানব।
Key Points
content is loading.......
content is loading.......
content is loading.......