লোগোর উদাহরন (Example of Logos)

একটি লোগো শুধুমাত্র একটি প্রতীকই নয়। একটি লোগো একটি প্রতিষ্ঠানের প্রতিনিধিও। একটি প্রতিষ্ঠানের সমস্ত চিন্তা চেতনার প্রতিফলন ঘটে একটি লোগোতে। একটি প্রতিষ্ঠান সম্পর্কে মানুষের সাধারণ ধারণাও আসে এই লোগোর মাধ্যমেই। তাই একটু বিচার বিশ্লেষণের মাধম্যে একটি লোগো তৈরী করাই প্রতিষ্ঠানের জন্যে উত্তম সিদ্ধান্ত।
Key Points
- MIT media lab ৭/৭ গ্রিড সিস্টেমে এই লোগো ডিজাইন করা.
- Audi লোগোতে ৪টা রিং দিয়ে ফাউন্ডিং কোম্পানিকে বোঝানো হচ্ছে
- Amazon তাদের লোগোর মাঝে একটা অ্যাবস্ট্র্যাক্ট সাইন ব্যবহার করে তাদের বিশালত্ব বোঝাতে
কিছু জনপ্রিয় লোগোর বর্ননা সহ নিচে উল্লেখ করা হলোঃ
AOL Logo:
Style: Letter Mark
প্রথম দিকে AOL এর লোগোতে সবকয়টা ওয়ার্ড আপারকেস এ থাকলেও পরে নরমাল সেন্টেসকেস এ দেওয়া হয়।
লোগোর মাঝের White কালার দিয়ে বোঝানো হচ্ছে আত্মবিশ্বাস ও সততা। অপরদিকে Black কালার দিয়ে বোঝানো হচ্ছে পরিচ্ছন্নতা, সৌন্দর্য, শক্তিশালী কতৃত্ব।
MIT Media Lab:
Style: Lockup Combination Mark
৭/৭ গ্রিড সিস্টেমে এই লোগো ডিজাইন করা হয়েছে। MIT Media Lab একটি অ্যামব্রেলা অর্গানাইজেশন। আর এই অর্গানাইজেশনের ২৪টা ডিপার্টমেন্টের জন্য ২৪টা আলাদা ডিজাইন করা হয়েছে এই গ্রিড সিস্টেম ব্যবহার করে। প্রতি ডিপার্টমেন্টের নামের অ্যাক্রনিম ব্যবহার করে হায়ারগ্লিফিক ভাবে প্রকাশ করা হয়েছে। আর একই গ্রিড সিস্টেম ব্যবহার করা হয়েছে লোগোর মাঝের অন্যান্য আরও উপকরণ যেমনঃ টাইপফেস ও আইকনের ডিজাইন করতে।
Chupa Chups:
Style: Logotype
এই লোগোতে লোগোটাইপ ফরমেট ব্যবহার হয়েছে একটা Yellow কালারের ব্যাকগ্রাউন্ডের উপর।এই লোগোর ডিজাইনার Salvador Dali এর মতে ব্যাকগ্রাউন্ডের এই ডিজাইনটা ডেইজি ফুল এর মতো ডিজাইন করা হয়েছে যাতে বৃত্তাকার ক্যান্ডির উপরে কোম্পানির লোগোটা ভালো করে বোঝা যায়।
টাইপফেসে ব্যবহার হয়েছে কাস্টম স্যান সেরিফ কার্সিভ ফন্ট। রঙ এর ক্ষেত্রে লাল এবং হলুদ রঙের প্যালেট দিয়ে শক্তি, আনন্দ এবং মজার একটা অনুভুতি। অপর দিকে সাদা ও ধুসর রঙ দিয়ে লোগোর মাঝে একটা পেশাদারিত্বের ছাপ ও একটা মান ও নির্ভরতার পরিচয় ফুটিয়ে তোলা হয়েছে।
Pandora:
Style: Wordmark/ Emblem
প্যানডোরা জুয়েলারি ব্র্যান্ড তাদের লোগোতে ওয়ার্ডমার্ক ব্যবহার করার সাথে সাথে O এর উপর একটা ক্রাউনের আইকন ব্যবহার করেছে। এই আইকন দিয়ে তারা তাদের প্রোডাক্টের উচ্চমানের ইঙ্গিত করছে এবং ব্যবহারে তাদের কাস্টমার যে সমাজে একটা আলাদা একটা সম্মানিত স্থান পাবে এইটা বোঝানো হচ্ছে।
টাইপফেসে ব্যবহার হয়েছে লেজিবল স্যান সেরিফ ফন্ট। আর পুরো লোগোটার সাধারন কালো- সাদা ওয়ার্ডমার্ক দিয়ে ব্র্যান্ডের একটা স্বচ্ছতা ও মার্জিতা ফুটিয়ে তোলা হয়েছে।
Audi:
Style: Logotype/ Abstractmark
লোগোতে ৪টা রিং দিয়ে ফাউন্ডিং কোম্পানিকে বোঝানো হচ্ছে। আর ওয়ার্ডমার্কের জন্য ব্যবহার করা হয়েছে Allumi Std Extended Bold এবং Corbett ফন্টের কাছাকাছি কাস্টম ফন্টের এক্সট্রা বোল্ড ফরমেট।
Fanta:
Style: Wordmarks
জিয়োম্যাট্রিক্যাল লেটারগুলো বোল্ড এবং স্যান সেরিফ ফর্মে করা। ওয়ার্ডমার্কের পিছের Orange কালার দিয়ে সূর্যের প্রতিক, গ্রীষ্মকাল ও কমলা-ফ্লেভার বোঝাচ্ছে। সব মিলিয়ে স্বাধীনতা, সংকল্প ও মজার একটা পরিবেশ বোঝানো হচ্ছে যা ইউথদের মাঝে সকলের একটা আলাদা চাহিদা থাকে।
Eighty 20 :
Style: Combination Marks
ওয়ার্ডমার্ক এবং অ্যাবস্ট্র্যাক্ট মার্কের সমন্বয়ে তৈরি এই লোগোটি একটি কম্বিনেশন মার্কস লোগো। এই কোম্পানি তাদের টেকনলজিক্যাল পাওয়ার বোঝানোর জন্য এই অ্যাবস্ট্র্যাক্ট মার্কটি তৈরি করেছে। বাইনারি দিয়ে বোঝানো এই লোগোতে কালো অংশগুলোকে 1 ও সাদা অংশগুলোকে 0 ধরলে প্রথম লাইনে আসে 80 ও দ্বিতীয় লাইনে আসে 20 ।
VAIO:
Style: Lettermark/ Abstract
এই লোগোতে VAIO আসলে অ্যানালগ সিগন্যাল থেকে ডিজিটাল সিগন্যালের কনভার্শন বোঝাচ্ছে।
VA এর ডিজাইন অ্যানালগ ডেটা ফ্লো স্টাইলের করা আবার IO এর ডিজাইন ডিজিটাল ডেটা ফ্লো 1 0 এর মতো করা হয়েছে।
Toblerone:
Style: Combination Marks
এই লোগোতে ব্র্যান্ডের নামের সাথে সাথে একটা ছবিও ব্যবহার করা হয়েছে আর এই ছবির পাহাড়ের মাঝে খেয়াল করলে একটা ভাল্লুকের অবয়বও দেখা যায়। আর লোগোর মাঝে ধারনা করা হয় প্রাতিষ্ঠানিক ইতিহাস তুলে ধরতে সুইজারল্যান্ড এর চিত্র এবং তাদের প্রোডাক্ট চকলেটের শেপ দেখাতে এই পাহাড়ের ব্যবহার।
ফন্টের জন্য মেটা প্লাস বোল্ড ক্যাপ্স ব্যবহার হয়েছে এবং আউটলাইনে নীল এবং গোল্ডেন। কালার প্যালেটে ব্যবহার হয়েছে Gold (Pantone 873 C), White, Red (Pantone 485 C) এবং Blue (pantone 2758 C)। আর এই রঙ দিয়ে বোঝানো হচ্ছে প্রোডাক্টের আভিজাত্য ও মানের উচ্চতা।
Amazon:
Style: Wordmark/ Abstract Mark/ Combination Marks
Amazon তাদের লোগোতে যেই টিক চিহ্ন বা অনেকের মতে স্মাইলি সাইন ব্যবহার করে, এই ধারনা পুরোপুরি ভুল। Amazon তাদের লোগোর মাঝে একটা অ্যাবস্ট্র্যাক্ট সাইন ব্যবহার করে তাদের বিশালত্ব বোঝাতে। তাদের কাছে যে সব ধরনের প্রোডাক্ট পাওয়া যায় সেটা বোঝাতে তারা Amazon এর নিচে A ও Z কে কানেক্ট করে A to Z বোঝাতে সাইনটি ব্যবহার করে।
আর সাদা, হলুদ ও কালোর মাধ্যমে বোঝানো হয়েছে কোম্পানির শ্রেষ্ঠত্ব ও পরিচ্ছন্নতা।
- Toblerone
- https://1000logos.net/toblerone-logo/
- https://www.pantone.com/color-finder/873-C
- Eighty 20
- https://logooftheday.com/2009-09-16-eighty-20/
- https://logos.fandom.com/wiki/Eighty_20
- Chupa Chup
- https://1000logos.net/chupa-chups-logo/
- https://en.wikipedia.org/wiki/Chupa_Chups#:~:text=The%20Chupa%20Chups%20logo%20was,hired%20to%20advertise%20the%20product.
- Audi
- https://www.carlogos.org/car-brands/audi-logo.html
- https://1000logos.net/audi-logo/
- Amazon
- https://visualhierarchy.co/blog/amazon-logo-meaning/#:~:text=Amazon%20Logo%2DIts%20Significance&text=The%20current%20Amazon%20logo%20depicts,by%20shopping%20on%20their%20website.
- https://1000logos.net/amazon-logo/
- https://www.logaster.com/blog/amazon-logo/
- VAIO
- https://www.informationin.com/2013/04/the-meaning-behind-sony-vaio-logo.html
- https://imjustcreative.com/the-sony-vaio-logo/2015/08/14
- Fanta
- https://1000logos.net/fanta-logo/
- https://logos-world.net/fanta-logo/
- https://turbologo.com/articles/fanta-logo/
- Mit
- https://www.youtube.com/watch?v=LsRH2QbEfTM
- https://www.youtube.com/watch?v=DZphIScEMtY
- https://www.fastcompany.com/1663378/mit-media-labs-brilliant-new-logo-has-40000-permutations-video
- AOL
- https://1000logos.net/aol-logo/#:~:text=The%20word%20is%20an%20abbreviation,create%20something%20fresh%20and%20new.
- https://logos-world.net/aol-logo/
- Pandora
- https://1000logos.net/pandora-logo/#:~:text=Pandora%20logo%20is%20an%20immediately,stand%20out%20in%20the%20crowd.
- https://turbologo.com/articles/pandora-logo/
- https://logos-world.net/pandora-logo/
Next to read
সোশ্যাল ইম্প্যাথি ম্যাপিং (Social Empathy Mapping)


লিন ক্যানভাস মডেল (Lean Canvas Model)

সাবস্ক্রিপশন মডেল (Subscription Model)

অ্যাড অন মডেল (Add On Model)

মার্কেটিং এর ৭'পি (7P’s of Marketing)

সারোগেট মার্কেটিং (SURROGATE MARKETING)

লোগো ব্যবহারের সুবিধা অসুবিধা (Pros and Cons of Logo Usage)

মার্কেটিং এ ৫ সি (5 C's Of Marketing)

সেলস এবং মার্কেটিং কিভাবে একসাথে কাজ করে
