Bloomberg: Overview and History of the Financial News Company

Bloomberg হল একটি আন্তর্জাতিক সংবাদ সংস্থা যারা মূলত ব্যবসায়িক এবং ফিনান্সিয়াল তথ্য ও সংবাদ প্রদান করে থাকে। ১৯৮১ সালে আমেরিকার বিখ্যাত Michael Bloomberg, Bloomberg LP নামে এই প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠা করেন। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে অবস্থিত। Bloomberg LP বিভিন্ন সফ্টওয়্যার টুলস এবং এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন, ডাটা সার্ভিস এবং Bloomberg terminal-এর মাধ্যমে অর্থনৈতিক কোম্পানি এবং সংস্থাগুলিকে সংবাদ প্রদান করে থাকে।
Key Points
- Bloomberg হল একটি আন্তর্জাতিক মিডিয়া যা বিশ্বজুড়ে ফিনান্সিয়াল নিউজ এবং তথ্য, গবেষণা এবং রিয়েল টাইম ডাটা প্রদান করে।
- ১৯৮১ সালে Michael Bloomberg এই ফিনান্সিয়াল বিশ্লেষণ এবং তথ্য প্রদানকারী এই সংস্থাটির প্রতিষ্ঠা করে এবং তার নাম অনুসারে এর নাম দেন Bloomberg LP।
- Bloomberg LP-এর আরও কিছু বিভাগ রয়েছে যেমন, Bloomberg টার্মিনাল, Bloomberg রেডিও, Bloomberg টেলিভিশন, Bloomberg মার্কেট, Bloomberg বিজনেসউইক ইত্যাদি।
- Bloomberg টার্মিনাল মূলত ফিনান্সিয়াল বাজার সম্পর্কে স্ন্যাপশট এবং বিস্তারিত তথ্য প্রদান করে থাকে, এবং পুরো পৃথিবীজুড়ে এর ৩২৫০০০ সাবস্ক্রাইবার হয়েছে।
Bloomberg কি
সময়টা ১৯৮১ সাল, Michael Bloomberg নামে মার্কিন যুক্তরাষ্ট্রের এক ব্যক্তি, বাণিজ্যিক লেনদেন ও এর তথ্যাবলির প্রকাশের মধ্যে একটা বড়সড় গ্যাপ দেখতে পান। তিনি বিশ্বাস করতেন যে, তখনকার ফিন্যান্সিয়াল তথ্যাবলী ও রিপোর্ট প্রদানের মাধ্যমগুলো অদক্ষ এবং অকার্যকর ছিল। তখন ব্যবসায়ীরা শুধুমাত্র কাগজের রিপোর্ট এবং ফোন কলে ডুবে ছিল। বিশ্ব বাজারের এই অবস্থা পর্যবেক্ষণ করে, Michael Bloomberg একটি বিপ্লব কল্পনা করেন যা ব্যবসায়ীদের, বাজার সম্পর্কিত সকল ধরনের সংবাদ, সূচক ও তথ্যাবলী প্রদান করবে এবং মহাদেশ জুড়ে সকল ব্যবসায়ীদের সংযুক্ত করবে। তার এই ভাবনার ফসল হল আজকের আইকনিক Bloomberg LP।
আজ, Bloomberg শুধু একটি কোম্পানি নয়, বরং ফিনান্সিয়াল নিউজ প্রদানের একটি দৈত্য হিসেবে পরিচিত। এটি একটি মাল্টিমিডিয়া পাওয়ার হাউসে পরিনত হয়েছে, যা টিভি, রেডিও এবং অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে, বিশ্ব বাজারের প্রতি মুহূর্তের সকল ধরনের খবর, সমীক্ষা, ও বিশ্লেষণ প্রদান করে থাকে। এটি শুধুমাত্র ব্যবসায়ী বা ব্যবসা নয়, বরং বিশ্বের সামগ্রিক অর্থনীতির প্রবৃদ্ধি ও সময়োপযোগী সিদ্ধান্ত গ্রহণের জন্য বিশ্ববাসীকেও সহায়তা করে থাকে।
Bloomberg নিউজ আসলে Bloomberg LP এর একটি সংস্থা যা মূলত বিশ্বজুড়ে আন্তর্জাতিক বাণিজ্যের রিয়েল টাইম ডাটা, হিস্টোরিক্যাল প্রাইস ডাটা, ফিনান্সিয়াল ডাটা এবং বিজনেস সংবাদসহ বিভিন্ন সমীক্ষা ও বিশ্লেষণ প্রদান করে থাকে। এই Bloomberg নিউজ এর পাশাপাশি এই Bloomberg LP কোম্পানির আরও কিছু সেক্টর রয়েছে, যেমন Bloomberg টার্মিনাল, Bloomberg রেডিও, Bloomberg টেলিভিশন, Bloomberg বিজনেসউইক, Bloomberg Wiki, Bloomberg মার্কেটস ইত্যাদি।
Bloomberg-এর ইতিহাস
যুক্তরাষ্ট্রের শীর্ষ ধনী এবং নিউইয়র্কের সাবেক মেয়র Michael Bloomberg, ১৯৮১ সালে Innovative Market Systems (IMS) নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন। Michael Bloomberg তৎকালীন স্যালোমন ব্রাদার্সের একজন অংশীদার ছিলেন এবং এই IMS প্রথমে স্যালোমন ব্রাদার্স এবং Michael Bloomberg এর যৌথ তত্ত্বাবধানেই ছিল। পরবর্তীতে মাইকেল Bloomberg যখন স্যালোমন ব্রাদার্স ত্যাগ করেন তখন IMS পরিবর্তিত হয়ে প্রতিষ্ঠিত হয় Bloomberg LP। এই কোম্পানিটি প্রথমে Bloomberg টার্মিনাল দিয়ে যাত্রা শুরু করে যার প্রাথমিক লক্ষ্য ছিল রিয়েল টাইম মার্কেট ডাটা ও এনালাইসিস প্রদান করা। এর পাশাপাশি কোম্পানিটির আরেকটি মূল লক্ষ্য ছিল ওয়াল স্ট্রীট ব্যাংকের কাছে টার্মিনাল বিক্রি করা।
১৯৯০ সালে Bloomberg LP, মার্কিন সাংবাদিক Matthew Winkler-এর সাথে সমঝোতার মাধ্যমে Bloomberg নিউজ প্রতিষ্ঠা করে। কোম্পানিটি প্রথমে এসব নিউজগুলো কম্পিউটার টার্মিনাল দ্বারা সারা বিশ্বে ছড়িয়ে দিতে শুরু করে। এরপর ১৯৯১ সালে Bloomberg নিউজ নিউইয়র্ক, লন্ডন, ওয়াশিংটন, টোকিও, টরন্টো এবং নিউ জার্সিতে নতুন ব্রাঞ্চ খুলে। এর মাধ্যমে সারা বিশ্বে Bloomberg নিউজের প্রচারণা অনেক বেশি ত্বরান্বিত হয়।
১৯৯৪ সালে, ২৪ ঘন্টা ব্যবসায়িক সংবাদ প্রচার করার উদ্দেশ্য নিয়ে Bloomberg টেলিভিশন এর যাত্রা শুরু হয়। কোম্পানিটি একই বছর Bloomberg পার্সোনাল এবং দুই বছর পরে ১৯৯৬ সালে Bloomberg প্রেস এর প্রকাশনা শুরু করে। Bloomberg প্রেস মূলত সাধারণ জনগণের জন্য বিনিয়োগ, অর্থনীতি এবং আর্থিক চলমাল বিষয়গুলোর উপরে বই প্রকাশ করে থাকে। পরবর্তীতে ২০০৯ সালে কোম্পানিটির অধীনে বিজনেসউইক ম্যাগাজিন, যার অফিসিয়াল নাম Bloomberg বিজনেসউইক প্রতিষ্ঠিত হয়।
এরপর ২০১০ সালের দিকে Bloomberg LP এর নতুন কিছু উল্লেখযোগ্য পরিবর্তন যেমন Bloomberg মার্কেট ম্যাগাজিন ও মোবাইল অ্যাপের যাত্রা শুরু করে। ২০২০ সালের দিকে এসে কোম্পানিটি Data-Driven Journalism, ভিডিও কনটেন্ট এবং মার্কেট এনালাইসিস এর মত সার্ভিস প্রদান করা শুরু করে। এবং বর্তমানে Bloomberg অর্থনৈতিক খবর এবং তথ্য প্রচারের জন্য বিশ্বব্যাপী একটি গুরুত্বপূর্ণ সংবাদমাধ্যম হিসেবে পরিচিত।
Bloomberg LP কোম্পানির বাইরে যদি ব্যক্তি Michael Bloomberg এর ইতিহাস সম্পর্কে বলি, তাহলে বলতে হয় তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান একজন সমাজসেবী এবং বিচক্ষণ রাজনীতিবিদ। Michael Bloomberg ২০০২ থেকে ২০১৩ সাল পর্যন্ত নিউইয়র্ক সিটির মেয়র পদে নিযুক্ত ছিলেন। এরপর ২০২০ মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি নির্বাচনে তিনি Democratic পার্টি থেকে মনোনয়নের একজন শক্তিশালী প্রার্থী ছিলেন। এছাড়াও, Forbes Magazine এর তালিকাভুক্ত, ২০২৩ সালের আমেরিকার শীর্ষ ১০ ধনী ব্যক্তির একজন Michael Bloomberg।
Bloomberg-এর বিস্তৃতি
১৯৮১ সালে Bloomberg LP প্রথমে একটি ফ্লাগশিপ Bloomberg টার্মিনাল প্রতিষ্ঠা করে এবং প্রথম দশ বছরে এই টার্মিনালের অধীনে দশ হাজারের বেশি ইউনিট চালু হয়। বর্তমানে ১২০টিরও বেশী দেশে এই Bloomberg টার্মিনালের প্রায় তিন লক্ষ পঁচিশ হাজার সাবস্ক্রাইবার রয়েছে, যা থেকে কোম্পানিটি প্রতি বছর ৮ বিলিয়ন ডলার আয় করে থাকে।
Bloomber LP-এর অন্য একটি সংস্থা Bloomberg বিজনেসউইকের এখন পর্যন্ত মোট ১ মিলিয়নের বেশী সংখ্যক প্রিন্ট বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে। এই সকল প্রিন্ট ম্যাগাজিন প্রায় পাঁচ লাখ মানুষ দেখে থাকেন। এছাড়াও Bloomberg বিজনেসউইকের ওয়েবসাইট প্রতি মাসে প্রায় ১২ মিলিয়ন মানুষ ভিজিট করেন এবং এই বহুল প্রচলিত এই ম্যাগাজিনের মোট ৭০০টির বেশী অ্যাওয়ার্ড রয়েছে।
Bloomberg LP-এর অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান Bloomberg নিউজের বর্তমানে প্রায় ২৭০০ এরও বেশি সাংবাদিক রয়েছে। ১২০টির বেশী দেশে এই নিউজের প্রায় ৫০০০+ নতুন নতুন স্টোরি প্রতিদিন প্রকাশিত হয়। এইসব নিউজ প্রকাশের মাধ্যমে Bloomberg LP প্রতিবছর ৫ বিলিয়ন ডলার ইনকাম করে থাকে। এছাড়াও ২০১৬ সাল নাগাদ, বিশ্বব্যাপী ৭৩টি দেশে Bloomberg নিউজের ১৫০ টি ব্যুরো প্রতিষ্ঠিত হয়েছে।
Bloomberg Terminal
Bloomberg টার্মিনাল, Bloomberg প্রফেশনাল সার্ভিস নামেও পরিচিত, একটি সফ্টওয়্যার সিস্টেম এবং কম্পিউটার ইন্টারফেস যা ব্যবসায়ীদের বিশ্বব্যাপী বাজারের ব্রেকিং নিউজ এবং বিশ্লেষণ প্রদান করে। এসব তথ্য প্রদান ও বিশ্লেষণ করতে এবং বিশ্ব বাণিজ্যের বিশাল বাজারের সকল ধরনের আপডেট জানতে, Bloomberg সারা বিশ্বে 4,000 টিরও বেশি কম্পিউটার প্রকৌশলী নিয়োগ দিয়েছে। এভাবে বিশ্বজুড়ে অতিদ্রুত, নির্ভরযোগ্য ও কার্যকর নিউজ প্রদানের জন্য প্রায়শই একে "Holy Grail of Wall Street" বলা হয়ে থাকে।
Bloomberg টার্মিনাল মূলত বৃহৎ ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের টার্গেট করে প্রস্তুত করা হয়েছে এবং এসব প্রতিষ্ঠানের মধ্যে তথ্য, যোগাযোগ এবং বাণিজ্য বাধা দুর করা ও বাণিজ্য সহজতর করার লক্ষ্যে এটি কাজ করে থাকে। ব্যবসায়ীদের এসব সেবা প্রদানের জন্য, Bloomberg টার্মিনালে অ্যাক্সেসের প্রয়োজন হয়। আর এই অ্যাক্সেসের জন্য সাবস্ক্রিপশন ফি বাবদ কোম্পানিটির প্রতি বছরে বিশ হাজারের বেশি মার্কিন ডলার খরচ হয়ে থাকে।
এছাড়াও, বাজারের অবস্থা বিশ্লেষণ করতে এবং বিনিয়োগের সঠিক সময় ও সম্ভাবনাময় সেক্টরগুলো সনাক্ত করতে, Bloomberg টার্মিনাল ব্যবসায়ীদের উন্নত চার্টিং টুল এবং বিভিন্ন ধরনের সূচক প্রদান করে থাকে। এটি সুদের হার, মুদ্রাস্ফীতি এবং জিডিপির মতো মূল অর্থনৈতিক সূচকগুলি পর্যবেক্ষণ করে এবং বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সহযোগিতা করে থাকে। এর বাইরে এটি আপনার পোর্টফোলিও অনুযায়ী, বাণিজ্যে কখন কোন ধরনের মুভমেন্ট দরকার তা বিশ্লেষণ করতে পারে।
Bloomberg News
Bloomberg নিউজ-কে, বিশ্বব্যাপী ফিনান্সিয়াল নিউজ পরিবেশনের একটি পাওয়ার হাউস বলা হয়। এটি অর্থনৈতিক সেক্টরের প্রথম ব্রেকিং নিউজ এবং নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করার জন্য বিখ্যাত এবং সব সময় অন্য সংবাদ মাধ্যমগুলোর থেকে এক ধাপ এগিয়ে থাকে Bloomberg নিউজ। শুধুমাত্র অর্থনৈতিক সেক্টরের সংবাদই নয় বরং এই সেক্টরের যেকোনো অন্যায়কে সামনে আনতে এবং সত্য প্রকাশের জন্য এই সংবাদ মাধ্যমের নামডাক রয়েছে সারা বিশ্বজুড়ে। এছাড়াও Bloomberg নিউজ-কে অর্থনৈতিক জগতের অস্কার বলা হয় থেকে এবং এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির ৮০০টির বেশি অ্যাওয়ার্ড রয়েছে।
এই Bloomberg নিউজ প্রতিদিন ১২০টি দেশের প্রায় ২৭০০-এরও বেশি সাংবাদিকদের দ্বারা ৫০০০টির বেশি বিজনেস নিউজ বা স্টোরি, বিশেষজ্ঞদের বিশ্লেষণ, এবং নির্ভুল ও গতিশীল বিজনেস নিউজ প্রদান করে থাকে। এই নিউজগুলো আন্তর্জাতিক মার্কেটের গঠন এবং সরকারি নীতিমালা প্রবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এছাড়া, Bloomberg নিউজের সমীক্ষা, বিশ্লেষণ ও ব্রেকিং নিউজগুলো, বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বিশ্বজুড়ে Bloomberg-এর প্রভাব
Bloomberg, বিশ্বের নন্দিত কয়েকটি বিজনেস নিউজ সাপ্লাইয়ার কোম্পানির মধ্যে একটি। ১৯৮১ সালে প্রতিষ্ঠিত এই কোম্পানিটির পরিধি গত চার দশকে যেমন বেড়েছে, ঠিক তেমনি এর বিশ্বজুড়ে প্রভাব বেড়েছে বহুগুনে। Bloomberg নিউজের প্রভাব, একজন সাধারণ ব্যবসায়ী থেকে শুরু করে দেশের এবং বিশ্বের সামগ্রিক অর্থনীতির শৃঙ্খলা রক্ষা এবং প্রবৃদ্ধি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
Bloomberg টার্মিনাল, Bloomberg নিউজ এবং ডাটা সার্ভিস, বিশ্বজুড়ে ব্যবসায়ী এবং আর্থিক বিনিয়োগকারীদেরকে রিয়েল-টাইম ডাটা, মার্কেট বিশ্লেষণ ইত্যাদি প্রদান করে থাকে। এসব নিউজ বা সার্ভিস বিনিয়োগকারীদের মার্কেট পর্যালোচনা ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহায়তা করে থাকে।
পুরো পৃথিবীর প্রায় ১২০টিরও বেশি দেশে Bloomberg এর নিউজ বা সার্ভিস পৌঁছায় বলে, এটি বিশ্ব বাজারের সামগ্রিক তথ্যের চাহিদা পূরণ করে, এবং পাশাপাশি দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত বন্ধন এবং সহযোগিতা বৃদ্ধি করে।
Bloomberg এর খবর এবং বিশ্লেষণ, বিনিয়োগকারীদের সিদ্ধান্ত গ্রহণের পাশাপাশি বৈশ্বিক বাজারের গতিবিধিকেও প্রভাবিত করতে পারে, যা পরবর্তীতে সামগ্রিক বৈশ্বিক অর্থনৈতিক অবস্থারও পরিবর্তন এনে দেয়।
টিভি এবং রেডিও থেকে শুরু করে মোবাইল এবং অনলাইন পর্যন্ত, Bloomberg সব শ্রেনীর শ্রোতা ও দর্শকদের কাছে খবর সরবরাহ করে থাকে, যা প্রত্যেক বিনিয়োগকারীদের জন্য সবচেয়ে দ্রুত ও গুরুত্বপূর্ণ বাজারভিত্তিক তথ্যগুলো পৌঁছে দিতে পারে।
এছাড়াও বিশিষ্ট ব্যক্তিদের সাথে সম্মেলন, ইভেন্ট এবং সাক্ষাত্কারের আয়োজন করে Bloomberg LP, যা ব্যবসায়ীদের জন্য জটিল আর্থিক সমস্যাগুলোর মোকাবেলার কৌশল ও ক্ষমতা বৃদ্ধি করে।
সর্বোপরি, নির্ভরযোগ্য এবং সঠিক তথ্য প্রদানের জন্য বিশ্বজুড়ে Bloomberg এর খ্যাতি রয়েছে, এবং প্রতিষ্ঠানটি বিশ্ব বাজারে আস্থা এবং স্বচ্ছতা প্রচারেও নিরলসভাবে কাজ করে থাকে। বিশ্ব বাজারের এই সঠিক তথ্য সরবরাহ, বিশ্বজুড়ে স্বচ্ছ, ন্যায্য এবং দক্ষ বাণিজ্যকে বৃদ্ধি করে।
শেষকথা
Bloomberg লাইভ-কে বিশ্বের বৃহত্তম নিউজরুমগুলির মধ্যে একটি হিসাবে ধরা হয়। এই Bloomberg এর প্রভাব শুধুমাত্র আর্থিক খাতেই সীমাবদ্ধ নয়, বরং এখন এটি একটি গ্লোবাল নিউজ অর্গানাইজেশন। বিশ্ববাজারের অবকাঠামো গঠনে এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক সব ধরনের ঘটনাবলীর প্রতি দৃষ্টিপাত এবং ব্যাখ্যা প্রদানে অনন্য ভূমিকা পালন করে এই প্রতিষ্ঠানটি। ব্যবসা এবং মিডিয়ার বাইরে, Bloomberg এর প্রভাব রয়েছে মানব কল্যাণকর কর্মকাণ্ডেও। Bloomberg, জনস্বাস্থ্য, জলবায়ু পরিবর্তন এবং শিক্ষার মতো বৈশ্বিক সমস্যাগুলি মোকাবেলায়ও কাজ করে থাকে।
- https://www.investopedia.com/terms/b/bloomberg.asp
- https://en.wikipedia.org/wiki/Bloomberg_L.P.
Next to read
মিনিমাম ভায়েবল প্রোডাক্ট (Minimum Viable Product)


বিজনেস মডেল ক্যানভাস ( Business Model Canvas)

কাস্টমার এক্সপ্লোরেশন ম্যাপ (Customer Exploration Map)

বেইট এন্ড হুক মডেল (Bait & Hook Model)

লোগোর প্রকারভেদ (Types of Logos)

লোগো ব্যবহারের সুবিধা অসুবিধা (Pros and Cons of Logo Usage)

ইক্যুইটির সংজ্ঞা এবং অর্থ

সামষ্টিক অর্থনীতি বা ম্যাক্রো ইকোমিক্স ( Macro Economics ) কী?

মার্কেটিং এ ৫ সি (5 C's Of Marketing)
