সেলস এবং মার্কেটিং কিভাবে একসাথে কাজ করে
Last edited: August 24, 2023
অনেকেই মনে করেন সেলস এবং মার্কেটিং একই জিনিস। কিন্তু সেলস এবং মার্কেটিং একই জিনিস নয়,তাদের মধ্যে রয়েছে সূক্ষ্ম পার্থক্য। এ পার্থক্য বুঝার জন্য সেলস এবং মার্কেটিং সম্পর্কে জানতে হবে।কোন পণ্য বা সেবা ক্রেতার নিকট বিক্রয় করা কে সেলস বলে। আর পণ্য বা সেবা কে বাজারজাতকরণ সংক্রান্ত যাবতীয় কাজ কে মার্কেটিং বলে।যেমন আড়ং শোরুম গিয়ে যখন কাস্টমাররা জামা বা যে কোন পণ্য ক্রয় করে থাকে অর্থের বিনিময়ে এই অর্থের যে লেনদেন সংঘটিত হয় সেটা আড়ং এর জন্য সেলস।আবার ঈদকে সামনে রেখে পত্রিকায়,ম্যাগাজিনে আড়ং এর যে বিজ্ঞাপন দেখা যায় সেটা হচ্ছে আড়ং এর মার্কেটিং পলিসির একটা প্রক্রিয়া।এখানে বিজ্ঞাপন দিতেও আড়ং এর অর্থের লেনদেন হয়েছে পত্রিকা আর ম্যাগাজিন কোম্পানির সাথে কিন্তুু এটা সেলস না, এটা মার্কেটিং এর কাজ সম্পন্ন হয়েছে যা দরুন নতুন কাস্টমার তৈরি হবে আর পুরনো কাস্টমারের কাছে ব্র্যান্ড হিসেবে চাহিদা বৃদ্ধি পাবে।
Key Points
content is loading.......
content is loading.......