In Short

Business

মোট মুনাফা (Gross profit)

ব্যবসায়ের পণ্য ক্রয়-বিক্রয় কার্যক্রম থেকে যে প্রাথমিক মুনাফা অর্জিত হয়, তাকে মোট মুনাফা বলা হয়। অর্থাৎ, পণ্য বিক্রয় থেকে আসা মোট আয় থেকে বিক্রীত পণ্যের ব্যয় বিয়োগ করলে আমরা মোট মুনাফা পেয়ে যাই। মনে করুন, আপনি ৬০ টাকা দিয়ে একটি পণ্য ক্রয় করলেন এবং পণ্যটি পরিবহনের পেছনে আপনার ১০ টাকা খরচ হলো। তাহলে আপনার বিক্রীত পণ্যের ব্যয় হলো ৭০ টাকা। পরবর্তীতে আপনি উক্ত পণ্য ১০০ টাকায় বিক্রয় করলেন। তাহলে পণ্য বিক্রয় থেকে আপনার লাভ হলো ৩০ টাকা। এটিই আপনার মোট মুনাফা।

Details